মুক্তিরও মন্দিরও সোপানও তলে...

১১৬ পঠিত ... ১৮:০১, আগস্ট ১৮, ২০২৪

23

আজ থেকে খুলে গিয়েছে বিশ্ববিদ্যালয়, ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা। ৩৬ দিনের দীর্ঘ জুলাই শেষে আমরা হারিয়েছি কত ছাত্র, কত বন্ধু, কত সিনিয়র কিংবা জুনিয়র। তাই ক্যাম্পাসে ফিরে শহীদ সিনিয়র-জুনিয়র, ভাই-বোন ও বন্ধুদের স্মরণে ও তাদের শ্রদ্ধা জানাতে সকলে একত্রে গান গেয়ে দিন শুরু করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মুক্তিরও মন্দিরও সোপানও তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে…

 

১১৬ পঠিত ... ১৮:০১, আগস্ট ১৮, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top