বর্তমান ছাত্র আন্দোলন নিয়ে বাংলা র‍্যাপ কালেকশন

৩১৩ পঠিত ... ০২:০৬, আগস্ট ০৪, ২০২৪

WhatsApp Image 2024-08-01 at 15.40.40_a6ef39b6

শায়ান বর্মণ। এই মানুষটি চলমান ছাত্র আন্দোলন নিয়ে বাংলা র‍্যাপ গানের একটি কালেকশন তৈরী করেছেন। কেন করেছেন? শোনা যাক তার বয়ানেই…

বাঙলাদেশে সাম্প্রতিক আন্দোলনের সমর্থনে বাংলা র‍্যাপাররা দারুণ কিছু গান তৈরি করেছেন। এই প্রতিবাদের উত্তাপ প্রকাশে র‍্যাপ ফর্মটি বেস্ট মনে হচ্ছে। মনে রাখতে হবে, এইসব ইন্ডিপেনডেন্ট আর্টিস্টরাই শিল্পের পরিসর থেকে প্রথম, সরাসরি এবং দ্বিধাহীনভাবে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ গ্রেফতারও হয়েছেন। ফলে তাদের আলাদা সম্মান প্রাপ্য। আপাতত কিছু গান যা আমি শুনেছি, মাথা পরিষ্কার করতে, ফের শুনতে, একসাথে খুঁজে পেতে, এখানে রইল।

কথা ক
আওয়াজ উডা
বাংলা মা
দেশ সংস্কার
বায়ান্ন
স্বাধীনতার গন্ধ
ছাত্র
গদি ছাড়
দাম দে
স্লোগান
অধিকার
দেশ কার
আবু সাইদ
রক্ত
খোরাক
হিসাব দে
দেশ কারোর বাপের না
ফ্রিডম
রণক্ষেত্র
রাজাকার
শিক্ষা নাই
আর কত?
জবাব দে
এইডা আমার বাংলাদেশ
ফ্রিডম এই'নট্ ফ্রি
চব্বিশের গেরিলা
কতো খাবি
শকুনের চোখ
প্রতিরোধ
জয় বাংলা

 

 

৩১৩ পঠিত ... ০২:০৬, আগস্ট ০৪, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top