না বাংলাদেশের রাস্তা আমাদের মতো না, শুধু শুধু অপবাদ দেবেন না: একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে ইউরোপের এক রাস্তা

৭৬ পঠিত ... ১৬:৫৬, সেপ্টেম্বর ২৪, ২০২৩

Europer-rasta

চট্রগ্রামের রাস্তাকে ইউরোপের রাস্তা বলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইউরোপের নায়ক হিসেবে খ্যাতি পেয়েছেন চিত্রনায়ক রিয়াজ। কিন্তু সেখানকার রাস্তা কি আসলে ইউরোপের রাস্তার মতো? ইউরোপের এক রাস্তা নিজেই আমাদেরকে জানিয়েছেন ব্যাপারটি নিয়ে তার অনুভূতির কথা।

 

প্রতিবেদক: ভাই আপনার বুকের উপর হেঁটে তো সেই আরাম পাচ্ছি?

ইউরোপের রাস্তা: পাবেনই তো, আমরাই তো আসল ইউরোপের রাস্তা। আমাদের আপনাদের দেশের নায়কের সার্টিফিকেট লাগে না।

 

প্রতিবেদক: ভাইয়ের মাথা এমন গরম হয়ে আছে যে?

ইউরোপের রাস্তা: থাকবে না, আজব বাংলাদেশের রাস্তাকে আমাদের সাথে তুলনা করে। আমরা কি বৃষ্টি আসলে পানির তলায় লুকিয়ে থাকি? নাকি ভাঙাচোরা অবস্থায় থাকি বছরের পর বছর?

 

প্রতিবেদক: বুঝলাম, তা এখন আপনাদের দাবি কী?

ইউরোপের রাস্তা: দাবি তেমন কিছুই না, বাংলাদেশের রাস্তা আমাদের মতো না, শুধু শুধু অপবাদ দিবেন না যে তারা আমাদের ভাই-ব্রাদার।

 

প্রতিবেদক: আচ্ছা আমি দেশে ফিরে এই ব্যাপার নিয়ে কথা তুলবো, আর কোনো চাওয়া আছে আপনাদের?

ইউরোপের রাস্তা: আপনাদের ঐ চিত্রনায়ককে আমাদের দেশে পাঠান। আমরা তাকে এখানে ভাল রাস্তায় নাজেহাল করে ছাড়বো।  

 

প্রতিবেদক: না না এভাবে বলবেন না প্লিজ, আমাদের কষ্ট হয়, হাজার হলেও তিনি আমাদের গর্ব, পাশাপাশি তিনি তো ইউরোপিয়ান নায়ক।

ইউরোপের রাস্তা: আপনাদের গর্বকে আপনাদের কাছেই রাখুন। আর ইউরোপে অনেক নায়ক আছে, এমন হাইব্রিড নায়ক আমাদের দরকার নাই।

৭৬ পঠিত ... ১৬:৫৬, সেপ্টেম্বর ২৪, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top