বাংলাদেশের ভোট জাপানের চেয়েও সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়: ফুমিকো ইয়ামাদা

৬৯ পঠিত ... ১৫:০২, সেপ্টেম্বর ১০, ২০২৩

বাংলাদেশের-ভোট

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছে ফুমিকো ইয়ামাদা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট। জাপানিজ ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে অ্যাকাউন্টটি খোলা হলেও অ্যাকাউন্টটি আসলে কে ব্যবহার করে সেটি জানার জন্য সেখানে নক দিয়েছিলাম আমরা।

 

eআরকি: ম্যাডাম আপনিই কি আসল ফুমিকো ইয়ামাদা?

ফুমিকো ইয়ামাদা: আসল মানে? ১০০% আসল, আমি জামসেদ মজুমদারের হানি-নাটসের মতো আসল।

 

eআরকি: কিছুদিন আগে দেখলাম আপনি বাংলাদেশের গণতন্ত্রের গুণগান গেয়ে অনলাইনে বেশ কিছু লেখা লিখেছিলেন, একজন জাপানিজ হয়ে বাংলাদেশের সম্পর্কে এত কীভাবে জানলেন।

ফুমিকো ইয়ামাদা: আমি আসলে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ সেন্টারের একজন অধ্যাপক। যদিও আপনাদের দেশের কিছু লোক কথাটা বিশ্বাসই করতে চায় না, তাদের চোখে আমিও রাতের ভোটারদের মতোই। সেসব নিয়ে আমি অবশ্য মাথা ঘামাই না।

 

eআরকি: বাংলাদেশের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে?

ফুমিকো ইয়ামাদা: এখানকার গণতান্ত্রিক ব্যবস্থা বিশেষ করে এখানকার ভোট। বাংলাদেশের ভোট জাপানের চেয়েও সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। আর দিনের সময় নষ্ট না করে রাতের বেলা ভোট দেওয়ার বিষয়টি বিশেষভাবে আমাকে আকৃষ্ট করেছে। জাপানের বাংলাদেশের থেকে শেখা উচিত কীভাবে একটি পূর্ণ কার্যদিবস নষ্ট না করেও ঠিকঠাকভাবে ভোট দিয়ে ফেলা যায়। এমনকি অনেকের যে ভোট দিতে কেন্দ্রেও যেতে হয় এই ব্যাপারটিও আমার বেশ ভালো লেগেছে। আমি জাপান সরকারের কাছে অনুরোধ করবো, ঘরে বসে ভোটের ব্যাপারে ট্রেনিং নিতে ৪২০ সদস্যের একটি দল বাংলাদেশে পাঠানো হোক। 

 

eআরকি: কী বলেন ভাই এসব?

ফুমিকো ইয়ামাদা: ঠিকই কইতাছি মিয়া, পাশাপাশি মতপ্রকাশের ব্যাপারে বাংলাদেশের মতো উদার দেশ আমি খুব কমই দেখেছি।

 

eআরকি: আপনার যখন বাংলাদেশ এতই ভালো লাগে, তখন আপনিও বাংলাদেশে চলে আসুন না?

ফুমিকো ইয়ামাদা: এত সুখ কী আমার কপালে সইবে?

এরপর তিনি আমাদের প্রতিবেদককে ব্লক করে দেন।

৬৯ পঠিত ... ১৫:০২, সেপ্টেম্বর ১০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top