এবার ঢাকায় ডেঙ্গুর প্রকোপই বলে দিচ্ছে এডিস মশারা এখানে বেশ শান্তিতে আছেন, কিন্তু ডেঙ্গু কমানোর জন্য তো নানাবিধ পদক্ষেপ আমরা দেখতে পাই তারপরেও কীভাবে তারা এত শান্তিতে আছেন, আর কেমনই বা লাগছে তাদের এই শহরটিতে জানার চেষ্টা করেছেন আমাদের ডেঙ্গু বিশেষজ্ঞ প্রতিবেদক।
প্রতিবেদক: কেমন আছেন ভাই, আমাকে আবার কামড়-টামড় দিয়েন না প্লিজ।
এডিস মশা: না না ছি! কী বলেন আপনি আমার অতিথি, এত কষ্ট করে ডোবায় নেমেছেন আমাদের খবর নিতে আপনাকে কামড়াব কেন?
প্রতিবেদক: শুনলাম আপনারা নাকি ঢাকাকে নিজেদের ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন?
এডিস মশা: স্বাভাবিক নয় কী? পৃথিবীর এত এত দেশে গিয়েছি কিন্তু ঢাকার মতো শান্তি কোথাও পাইনি। এখানকার মেয়র সাহেবরা আমাদের নিয়ে খুব একটা bother করেন না। উনারা উনাদের মতো থাকেন আমাদের ও আমাদের মতো থাকতে দেন। এমন শান্তিপ্রিয় মেয়র আমি আর কোনো শহরেই দেখিনি।
প্রতিবেদক: আপনারা তো দেখছি মেয়র সাহেবদের সেই ফ্যান হয়ে গিয়েছেন।
এডিস মশা: হবো না, এই মেয়ররা তো শান্তিতে নোবেল পাওয়ার যোগ্যতা রাখে, উনারা একদিকে যেমন আমাদের জীবনের ঝুঁকি বাড়াননি পাশাপাশি কাজের উপযোগী পরিবেশও করে দিয়েছেন।
প্রতিবেদক: আপনারা কখন কামড়াতে বেশি ভালোবাসেন?
এডিস মশা: আমরা সাধারণত দিনেই কামড়াতে বেশি ভালোবাসি কিন্তু এখানে এসে আস্তে আস্তে রাতের বেলা কামড়ানোর অভ্যাসও হচ্ছে। সমস্যা নেই মানুষের জন্য এতটুকু কষ্ট আমরা করতেই পারব। তারা রাতে ভোট দিতে পারবে আর আমরা সামান্য কামড়াতে পারব না।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন