চাঁদ মামাই তো নাই, চাঁদে আইসা কোনো লাভ হইলো না: একান্ত সাক্ষাৎকারে চন্দ্রায়ন৩

১২৭ পঠিত ... ১৭:০১, আগস্ট ২৬, ২০২৩

Chand-mamar-dekha

চন্দ্রায়ন৩ এর মাধ্যমে চাঁদের মাটিতে পা রাখলো ভারত, ব্যাপারটি নিয়ে ভারতীয়রা বেশ উচ্ছসিত থাকলেও চন্দ্রায়ন৩ এর মন বেশ খারাপ। চাঁদে গিয়েও কেন এমন মন খারাপ ব্যাপারটি বিস্তারিত জানতে আমাদের চাঁদ বিশেষজ্ঞ প্রতিবেদক টেলিপ্যাথির মাধ্যমে চন্দ্রায়ন৩ এর সাক্ষাৎকার নেন, চলুন জেনে নেই তার মন খারাপের আসল কারণগুলো।

প্রতিবেদক: কী ব্যাপার, সবার খুশির মাঝে আপনার মনটা এমন উদাস উদাস কেন?

চন্দ্রায়ন৩: এতগুলো পথ পাড়ি দিয়ে চাঁদে আসলাম চাঁদ মামার সাথে দেখা করব বলে, এসে দেখি মামাই নাই। আমার কোনো লাভ লস নাই আমার লাইফটাই লস।

প্রতিবেদক: কিন্তু চাঁদ মামা বলে তো আসলে কিছু নাই এগুলো সব মিডিয়ার সৃষ্টি।

চন্দ্রায়ন৩: ফালতু কথা বলবেন না একদম, ফালতু কথা শোনার সময় আমার নাই। মেজাজ অত্যাধিক খারাপ, আপনারে কে বলছে চাঁদে মামা নাই? অবশ্যই আছে! মামাকে ২০১৩ সালে একবার দেখা গিয়েছিল চাঁদে।

প্রতিবেদক: ওওওও আচ্ছা আমি হয়তো বুঝতে পারছি আপনি কার কথা বলছেন, কিন্তু উনি তো চাঁদ ছেড়েছেন কিছুদিন হলো, কী আর করার আপনার কপাল খারাপ।

চন্দ্রায়ন৩: ভাবলাম চাঁদে এসে কিছুদিন মামার কাছ থেকে দিন-দুনিয়া জীবন সম্পর্কে বয়ান শুনবো, এসে দেখি মামা হাওয়া, মনে বেজায় দুঃখ বড় চাচা।

প্রতিবেদক: আরে আপনি আমাকে চাচা বলছেন কেন? আমি আপনারই বয়সী।

চন্দ্রায়ন৩: সরি, কিছু মনে করবেন না, মাথা টাথা ঠিক নাই আসলে।

প্রতিবেদক: চলেই যখন এসেছেন, ফেরত তো আর যাচ্ছেন না, এখন কী প্ল্যান তাহলে? কী করবেন এখানে?

চন্দ্রায়ন৩: দিনের বেলায় তেমন কোনো বিশেষ প্ল্যান নেই, একটু ঘোরঘুরি করব, এদিক সেদিক, আর রাত হলে যদি কোথাও থেকে ডাক পাই ভোট দিয়ে আসব।

১২৭ পঠিত ... ১৭:০১, আগস্ট ২৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top