টয়লেট টিস্যু দিবস উপলক্ষে আমি একটু অবসর চাই অন্তত আজকের দিন; একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে টয়লেট টিস্যু

৮৪ পঠিত ... ১৬:৫৯, আগস্ট ২৬, ২০২৩

Tissue-sakkhatkar

আজ টয়লেট পেপার দিবস। প্রতি ২৬ আগস্ট আমেরিকায় দিবসটি পালন করে। এই বছর দিবসটি পালন করেছে আপামর টয়লেট পেপাররাও। আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপের বেশ কয়েকটি দেশে টয়লেট পেপাররা আজকের দিনের অবসরের দাবিতে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও কালো পতাকা মিছিল করেছে।

আমেরিকার সমাবেশ থেকে এক সিনিয়র টয়লেট পেপার বলেন, ‘আমরা তো প্রতিদিনই কাজটা করছি। একটা দিবস যেহেতু করছেন একটা দিন অন্তত শান্তিতে থাকতে দিন। আমরা তো আপনাদেরকে দিবস করতে বলি নাই।‘

এই সময়ে মানুষদের একটু টিস্যুবিক হওয়ার আহবান করে অন্য এক টয়লেট পেপার বলেন, ‘আজ পৃথিবীতে টয়লেট পেপারদের অধিকার নিয়ে কথা বলার মতো কোনো সংগঠন নেই বলে আপনারা বছরের পর বছরও আমাদের এভাবে ব্যবহার করতে পারছেন। নিজের বিবেককে প্রশ্ন করুন, মানুষকে যদি আমরা টয়লেট পেপারের মতো ব্যবহার করতাম তাহলে আপনাদের কেমন লাগতো? ভাগ্যিস, আমাদের কিছু ত্যাগ করতে হয় না।‘

৮৪ পঠিত ... ১৬:৫৯, আগস্ট ২৬, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top