এই দেশের প্রেমে পড়ে গিয়েছি, পার্মানেন্টলি এখানেই থাকতে চাই: একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে এডিস মশা

১০৬ পঠিত ... ১৮:০৮, আগস্ট ২২, ২০২৩

Adis-mosha-sakkhatkar

ঢাকায় এডিস মশার জীবনমান বেড়েছে। ব্রিটিশের এডিস মশাদের সংবাদ সংস্থা ADC বাংলার করা এক প্রতিবেদনে এমনটা উঠে এসেছে। এডিস মশারা পার্মানেন্টলি ঢাকায় থেকে যাওয়ার কথাও ভাবছেন। ঢাকাকে মশাবান্ধব করতে ঢাকার মেয়রদের নানান উদ্যোগের কথা উঠে আসে এই প্রতিবেদনে। সারাবিশ্বের মশাদের মাঝে ঢাকা হয়ে উঠছে অনেক জনপ্রিয় লোভনীয় শহর। ঢাকায় এডিস মশাদের জীবনমান, মেয়রদের সহযোগীতা, সারাবিশ্বের এডিস মশাদের কাছে ঢাকার জনপ্রিয়তা ও আরও নানান ইস্যু নিয়ে eআরকির সাথে কথা বলেছেন এডিস মশাদের নেতা এডিস ভাইয়ের সাথে।

eআরকি: এডিস ভাই, কেমন আছেন?

এডিস ভাই: মেয়রদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি।

eআরকি: আপনি ঢাকায় কর বছর ধরে আছেন?

এডিস ভাই: আমরা তো এক সিজনের বেশি থাকি না। তয় আমগোর বংশের কথা যদি বলেন, আমরা ৩০০ প্রজন্ম ধরেন এই শহরে আছি। বলতে পারেন, এই শহরের মেয়রদের আদর, যত্ন আমাদেরকে আটকে রেখেছে।

eআরকি: আপনি কোথায় থাকেন?

এডিস ভাই: নগর ভবনের পিছে থাকি। ওইখান থেকে মেয়রকে দেখা যায়। তবে আমরা ওনাদের কামড়াই না। নুন খেয়ে বেইমানি করা আমাদের ধর্মে নাই।

eআরকি: শোনা যাচ্ছে, ইউরোপ-আমেরিকার নানান বড় শহরের মশারাও বসবাসের জন্য ঢাকাকে বেছে নিচ্ছে। এতে কী আপনাদের জীবনমানের ওপর কোনো চাপ আসতে পারে? 

এডিস মশা: প্রশ্নই আসে না! যতদিন মেয়র আছেন ততদিন যত মশাই আসুক, আমাদের খাওয়ার অভাব হবে না। আমার খালাতো ভাই কালকে ওয়াশিনটন থেকে বিমানে উঠবে। যেখানে ভালো, উন্নত জীবন পাবে সেখানেই তো আসবে সবাই। আর আপনি যদি বলেন, এই শহরে যখন যেই মেয়র হয়ে এসেছে আমাদেরকে কেউই অবহেলা করেনি। সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে। আরও মশা আসলেও সমস্যা নাই।

eআরকি: মেয়রদের সাম্প্রতিক কোন উদ্যোগটি আপনার কাছে ভালো লেগেছে?

এডিস ভাই: ওনাদের সব উদ্যোগই তো আমাদের ভালো লাগে। স্পেসিফিক করে একটার কথা বলে আরেকটাকে ছোট করতে চাই না। তাও যদি সাম্প্রতিক সময়ের কথা বলেন, মশার কামড় ক্ষতিকর বই বের করার উদ্যোগের কথা বলতেই হয়। আমি আমার তিন সন্তানকে এই বইটি কিনে দিয়েছি। বলেছি, নিজেদের স্কুলের পড়ার পাশাপাশি এটিও পড়তে।

eআরকি: মেয়রদের কাছে আপনারা কী চান? 

এডিস ভাই: মেয়রদের কাছে আমাদের চাওয়ার কিছু নাই আর আসলে। ওনারা আমাদেরকে যথেষ্ট দিয়েছেন। তবে একটাই অনুরোধ থাকবে, সিঙ্গাপুরের মালের কথা বলে চায়না মাল ধরিয়ে দেবেন না। 

১০৬ পঠিত ... ১৮:০৮, আগস্ট ২২, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top