বৃষ্টি হলেই রবীন্দ্র মাতোয়ারা বর্তমান যুবক ও বৃদ্ধ সমাজকে নিয়ে যারপরনাই হতাশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এ ব্যাপারে গত শনিবার তিনি একটি সংবাদ সন্মেলন করেন রাজধানীর আইফেল টাওয়ারে। সম্মেলনের পর তিনি একান্ত ব্যক্তিগত একটি সাক্ষাৎকার দেন eআরকিকে। এই সাক্ষাৎকারে উঠে আসে তার জীবনের বর্তমান বিষাদ, চাওয়া, পাওয়া ও না পাওয়ার গল্প। সেখান থেকেই আজ প্রিয় পাঠকদের জন্য চুম্বাংশ তুলে ধরা হলো।
প্র: কেমন আছেন প্রিয় কবি?
ন: বৃষ্টি এলেই মন খারাপ থাকছে। ভালো আর থাকা হলো কই? ভালো আছি ভালো আছি জপতে জপতেও ভালো থাকতে পারছি না। প্রতিনিয়ত নিজের সাথে মিথ্যে অভিনয় করছি।
প্র: এ কি! আপনার এত বিষাদের উৎস কী!
ন: এই যে দেখো বৃষ্টির দিনে আমার গান কেউ শুনে না, আমাকে নিয়ে পোস্ট দেয় না। জেন Z এর ছেলেমেয়েরাও দেখি রবীন্দ্রনাথের গান শুনে। নতুন আরও কীসব হাবিজাবি ব্যান্ড বের হয়েছে তাদেরকে নিয়েই সবাই ব্যস্ত। আমার কথা কারো মনেই পড়ে না। খুব মন খারাপ হয়।
প্র: বুঝতে পারছি। সারাদিন কী করেন?
ন: আশালতার সাথে গল্প করি। কীভাবে ফেসবুকে আরেকটু ফ্যান ফলোয়ার পাওয়া যাবে, কী করলে সবাই আমার গান শুনবে এগুলো নিয়েই চিন্তা ভাবনা করি। আমার ছবি টবি নিয়ে অত মাথাব্যথা নেই। আবার অত ভাবী টাবীও নেই যে সারাদিন একত্রে কাটিয়ে দেবো। চুলের যত্ন নিচ্ছি। আশা বললো নিয়মিত পেঁয়াজের রস, ডিম দিলে নাকি চুল সোজা হয়। সেটা নিয়ে ব্যস্ত আছি। অবশ্য স্পেসিফিক্যালি গানের কথা বললে, দু'দিন ধরে ‘বরষা ওই এলো বরষা' গানটার র্যাপ করার চেষ্টা করছি। প্রমিলাও আমাকে সাহায্য করছে। ওর অবশ্য সামনের দাঁত পড়ে যাওয়ায় দ্রুত গাইতে পারে না। আমারই করতে হয় বেশিরভাগ।
প্র:রবীন্দ্রনাথের পাশাপাশি আপনার গানও যেন মানুষ সেজন্য কোন পরিকল্পনা কি হাতে নিয়েছেন?
ন: হ্যাঁ নিয়েছি তো। ক্যানভা, ক্যাপকাটে এডিট শিখছি। বৃষ্টির ভিডিও ব্যাকগ্রাউন্ডে আমার গান লাগাচ্ছি। টিকটক, ইন্সটাগ্রাম ছাড়বো। ভাবতেছি নিজেও কিছু টিকটক করবো। চুল তো আমার মাশাল্লাহ ভালোই। একটা টিকটক করে দেখাবো নাকি আপনাকে?
প্র: বর্তমান সময়ের সংগীতপ্রেমীদের নিয়ে কী বলতে চান?
ন: প্লিজ আমার গানগুলোও শুনুন। খুব আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি বর্ষাকালে। নিজের যোগ্যতা, ওয়ার্থ নিয়ে প্রশ্ন জাগে। আসলেই আমার ভালো গান আছে তো? নাকি আমি এতটাই আনরোমান্টিক যে বর্ষার মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাই? আমার গানগুলোকে এভাবে অস্তিত্বহীন করে দেবেন না। প্লিজ, আমার গানও শুনুন..
এই বলে হাপুসনয়নে কাঁদতে কাঁদতে সাক্ষাৎকার থেকে বিদায় নেন প্রিয় কবি।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন