'পিস্তল হাতে থাকবে না তো পায়ে থাকবে নাকি?' একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

১৩২ পঠিত ... ১৫:৫৫, মে ২৩, ২০২৩

পিস্তল

সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল হওয়া একটি ভিডিওতে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে পিস্তল হাতে একটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, আর এতেই চারিদিকে শুরু হয়ে গিয়েছে হইচই। এই হইচইয়ের মাঝেই আমাদের প্রতিবেদক বুলেটপ্রুফ জ্যাকেট পরে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে কাল্পনিক এক সাক্ষাৎকারের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানতে গিয়েছিলেন।

 

প্রতিবেদক: স্যার আশা করি ভালো আছেন, যে ভিডিও নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, সেদিনের ঘটনা নিয়ে যদি কিছু একটু বলতেন।  

মোস্তাফিজুর রহমান: ঘটনা আসলে কিছুই না, সেদিন মিছিলের আগে এলাকার দেলোয়ারের দোকানের খাঁটি গরুর দুধ দিয়ে এক কাপ চা খেয়ে ফেলেছিলাম। তারপর নিজেকে আর সামলে রাখতে পারিনি। আপনারা তো জানেনই দুধ চা খেলেই একে ওকে গুলি করে দিতে ইচ্ছা করে।

 

প্রতিবেদক: তা ঠিক আছে স্যার তাই বলে এভাবে প্রকাশ্যে, ইয়ে মানে ব্যাপারটা একটু কেমন কেমন হয়ে গেলো না?

মোস্তাফিজুর রহমান: এই যে সবকিছুতে দোষ ধরা আপনাদের একটা নিয়মিত সমস্যা হয়ে গেছে। আমার উশখুশ লাগছিলো, পিস্তলটা নিয়ে ঘোরার পর দেখলাম মানসিকভাবে বেশ শান্তি অনুভব করছি।

 

প্রতিবেদক: তবে স্যার আপনার হাতে পিস্তল দেখে অনেকে বেশ মর্মাহত হয়েছেন…

মোস্তাফিজুর রহমান: আজব কথা বলেন তো আপনে মিয়া, পিস্তল হাতে থাকবে না তো পায়ে থাকবে নাকি? এইটা কী নাইকির স্নিকার নাকি? ব্যক্তিস্বাধীনতা বইলা তো একটা জিনিস আছে! ঠিক আছে, আমরা অনলাইনে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি না। তাই বইলা অফলাইনেও পারবো না নাকি? এই আপনে যান তো বের হন আমার বাড়ি থেকা, আমার হাত আবার উশখুশ করতেছে।

 

এই পর্যায়ে আমাদের প্রতিবেদক দরজা থাকা স্বত্ত্বেও ভয়ে দেয়াল টপকে পালিয়ে চলে আসেন।

১৩২ পঠিত ... ১৫:৫৫, মে ২৩, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top