শিক্ষকরাই আমাদের প্রধান শত্রু; গাধা দিবসে একান্ত সাক্ষাৎকারে গাধা

২২৩ পঠিত ... ১৬:০৯, মে ০৮, ২০২৩

Gadha-sakkhatkar

আজ বিশ্ব গাধা দিবস। বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয় গাধাকে যথাযথ ভালোবাসা ও সম্মান জানানোর জন্য। এমনই এক গাধাকে ভালোবাসা দেখাতে গেলেন আমাদের প্রতিবেদক। সেই ভালোবাসা দেখানোর মুহুর্তেই গাধা আমাদের জানালেন, তাদের একমাত্র শত্রু শিক্ষক সমিতি!

প্রতিবেদক: এখন তো আপনাদের নিয়ে একটা আলাদা দিবসই উদযাপন করা হয়। কেমন লাগে আপনাদের?

গাধা: ভালোই লাগে। প্রতিদিন হইলে আরও বেশি ভালো লাগতো আরকি।  

প্রতিবেদক: আপনারা কি তাহলে মানবজাতির উপরে খুশি? আর কোনো ক্ষোভ নেই আপনাদের?

গাধা: মানবজাতির উপরে ঠিক পুরোপুরি খুশি কিনা বলতে চাচ্ছি না। এটা আপনাদেরই বোঝা দরকার। তবে আমরা দেখেছি আমাদের প্রধান শত্রু লুকিয়ে আছে এই মানবজাতিতেই।

প্রতিবেদক: কী বলেন! কাদের শত্রু মনে হচ্ছে?

গাধা: আমাদের প্রধান শত্রু শিক্ষকরা।

প্রতিবেদক: তারা কেন আপনাদের শত্রু হতে যাবেন? তারা তো খুবই ভালো কাজ করছেন এই ধরণীতে।

গাধা: ভালো কাজ করলেই কী! আমাদের তো ক্ষতিই করছেন। এই যে প্রত্যেক ক্লাস থেকে আমাদের ভাই-ব্রাদারকে পিটিয়ে মানুষ করছেন। এতে কি আমাদের বংশ বৃদ্ধি হচ্ছে নাকি কমতেছে? এভাবে আমাদের বংশ কমালে তো আমরা তাদের শত্রু মানবোই। তারা যদি এসব বন্ধ করে দেন তাহলে আরেকটু ভালো লাগবে। নাহলে আমাদের সব বন্ধুরা মাইরের চোটে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে আর আমরা গাধা গাধাই রয়ে যাচ্ছি!

তার এমন বক্তব্য শুনে আমাদের গোপনে প্রাইভেট টিউশনি করানো প্রতিবেদক আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলেন না। তিনি চুপচাপ কেটে পড়লেন!

২২৩ পঠিত ... ১৬:০৯, মে ০৮, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top