রমজানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না করতে পুতিনের প্রতি আহ্বান বাংলাদেশি ব্যবসায়ীদের

৩৬৭ পঠিত ... ১৭:২৩, মার্চ ১৫, ২০২৩

Putin

আসন্ন রমজান মাসে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেলে তারা রমজানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার পক্ষে যৌক্তিক কোন কারণ দেখাতে পারবেন না বলে আশংকা করছেন তারা।

এ ব্যাপারে প্রতিবেদকের পাড়াতো এক ব্যবসায়ী ভাই আমাদের বলেন, ‘প্রিয় অভিভাবক পুতিন ভাইকে আপনার বিষয়টি নিয়ে ভেবে দেখতে বলেছি। আশা করি উনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। লাগলে ইদের পরে যুদ্ধ বন্ধ করে দিক তাতে আমাদের সমস্যা নেই, তবে আমাদের মুখের দিকে চেয়ে অন্তত এই মাসটা যাতে যুদ্ধটা চালিয়ে যান। নাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য যৌক্তিক কোন কারণ দেখাতে পারবো না ভাই।’

অন্যদিকে নিজের প্রাসাদ থেকে ভিডিও কলে ভাঙা ভাঙা বাংলায় পুতিন আমাদের বলেন ‘এইটা কোনো বিষয়ই না। আমার বাঙালি ব্যবসায়ী ভাইদের জন্য শুধু এই এক রমজান কেন, আমি সারাজীবন যুদ্ধ চালিয়ে যেতে পারবো। শুধু আমার বাসার কেনাকাটার জন্য যাতে আমাকে একটু ডিসকাউন্ট দেওয়া হয়।’

 

৩৬৭ পঠিত ... ১৭:২৩, মার্চ ১৫, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top