যারা হাসে না, তাদের উচিত আয়নায় নিজের চেহারা দেখে হাসা—একান্ত কাল্পনিক সাক্ষাতকারে জনৈক স্ট্যান্ডআপ কমেডিয়ান

১৪০১ পঠিত ... ১৫:২৩, জানুয়ারি ০৮, ২০২২

standup-comedy-ayna-chehara

eআরকি: স্ট্যান্ডআপ কমেডিতে কেন আসলেন?

: আমার যেকোনো কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই ভালো লাগে। তাই স্ট্যান্ডআপ কমেডিতে এসেছি।

eআরকি: শুরুটা যদি একটু বলতেন

: আমি তখন একটা মেয়ের পেছনে ঘুরি। মানে শুধু পেছনে না, সামনে সাইডেও ঘুরি। তার জন্য তাদের বাসার নিচে, কোচিং এর সামনে, স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম। পরে মানুষ বলতো এইভাবে দাঁড়ায়ে থেকে আর লোক হাসাইস না। পরে আমি খুব ভালোভাবে আবিষ্কার করলাম যে, আরে তাই তো আমি দাঁড়িয়ে থাকলেই তো লোক হাসে। সেখানে যদি দাঁড়িয়ে জোক মারি তাহলে তো লোক হাসতে হাসতে গড়াগড়ি খাবে। সেজন্যই দ্রুত স্ট্যান্ডআপ কমেডিতে চলে এলাম।

eআরকি: আপনি কোন কোন স্ট্যান্ডআপ কমেডিয়ানকে ফলো করেন?

: আমার ৩ লাখ ফলোয়ার, আমি কেন কাউকে ফলো করবো?

eআরকি: কিন্তু আপনার কমেডিতে কেউ হাসে না কেন?

: সবার সামনে হাসে না। তবে আড়ালে ঠিকই হাসে।

eআরকি: তার মানে আড়ালে হাসাটাকে আপনি ইতিবাচকভাবে নিচ্ছেন?

: হোয়াট ইজ ইতিবাচক?

eআরকি: ইতিবাচক মানে পজেটিভ।

: ওহো তাই বলেন। হাসি যেখানে হোক সেইটা আমি ইতিবাচকভাবে নিই। আর মানুষের নানা ব্যক্তিগত বিষয় আছে। কেউ যদি আড়ালে হেসে ভালো থাকে তবে তারা আড়ালেই হেসে সুখে থাকুক।

eআরকি: শো-তে কেন হাসে না বলে মনে করেন?

: দেখুন, মানুষ তো টাকা দিয়ে আমার শো দেখতে আসে। এতগুলো টাকা গচ্ছা গেলে হাসবে কীভাবে! হাহাহাহাহ!

eআরকি: শো-তে হাসানোর জন্য নতুন কী করছেন?

: স্কুইড গেম থেকে পুতুলটাকে আনতেছি আমরা।

eআরকি: বাহ। ওই পুতুলকে দিয়ে কমেডি করাবেন?

: না। ওই পুতুলকে আমার পাশে রাখবো। নিয়ম থাকবে হাসা বন্ধ করা যাবে না। বন্ধ করলেই মুহাহাহাহাহা।

eআরকি: আর কোন পরিকল্পনা কি আছে?

: হ্যাঁ। আমরা বিডিএসএম স্ট্যান্ডআপ কমেডি নিয়ে আসতেছি।

eআরকি: কেমন সেটা?

: এখানে অডিয়েন্সিকে প্রথমেই বেঁধে ফেলা হবে। এরপর তার পায়ের তালুসহ অন্যান্য স্পর্শকাতর অঙ্গে মসৃন বিশেষ ধরনের ওই জিনিসগুলা দিয়ে আলতো ছোঁয়া দেয়া হবে। দেখি ব্যাটারা না হেসে কই যায়।

eআরকি: এরপরও যদি না হাসে?

: এরপরও না হাসলে আমার কিছু করার নাই। মানুষকে হাসানোর এতো ঠ্যাকা পড়ে নাই।

eআরকি: লোকে বলে আপনাদের স্ট্যান্ডআপ কমেডিতে হাসি আসে না, আপনাদের এসব বন্ধ করে দেয়া উচিত।

: লোকের কথা শুনলে উল্টা আমার হাসি আসে, তাই বলে ওদেরকে এখন স্ট্যা্ন্ড আপ কমেডি করতে বলবো?

eআরকি: তবুও, সমালোচনা বন্ধ করার জন্য কিছু ভাবছেন না?

: সমালোচকদের বিষয়ে মুশফিক ভাই যা বলার বলেছেন। আমি নতুন করে কিছু বলতে চাই না।

eআরকি: মুশফিক কী বলছেন?

: ওই যে, সমালোচকদের উচিত আয়নায় মুখ দেখা। তখন ওরা বুঝবে হাসি কেন আসে না। প্রয়োজনে আয়না কেনার টাকা আমি দিবো।

eআরকি: এই যে সমালোচনা হয়, খারাপ লাগে না?

: না ভাই, খারাপ কেন লাগবে!

eআরকি: তাও যদি ভাব একপাশে রেখে বলতে বলি কী বলবেন?

: তাইলে কানে কানে বলি ভাই।

eআরকি: বলেন

: মানুষের উচিত একটু ভাবা। ভাই, প্রতিদিন ৫-৬টা পেইন কিলার খেয়ে কমেডি করে। আমাদেরও অনুভূতি আছে, একটু মাথায় রাখলে ভালো হয়।

১৪০১ পঠিত ... ১৫:২৩, জানুয়ারি ০৮, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top