এনা বাসের ড্রাইভার নিয়োগের লিক হওয়া ইন্টারভিউ

২৯৬২ পঠিত ... ১৯:১৬, ডিসেম্বর ২৮, ২০২১

ena-leaked

-কতো বছর ধরে গাড়ি চালাও?

-জ্বে স্যার, পনেরো বছর।

-কী কী চালাইছো?

-জ্বে স্যার লেগুনা, টেম্পু, টমটম, ভ্যান, ট্রাক, বাস সব। আপনাদের দোয়ায় বিমান আর জাহাজ ছাড়া সব চালাইছি।

-ট্রেন চালাইছো?

-ট্রেন আবার চালান লাগে নাকি, একই লাইনে গটগট করে চলে। আমার আবার লাইনে ভাল্লাগে না।

-গুড গুড।

-জোরে চালাও না আস্তে চালাও?

-আস্তের আবার কোনো কাম আছে নি। আমি স্যার যা করি জোরে করি।

-গুড গুড। টানুষও মারছো কিছু?

- আফনেরে লুকানোর কিছু নাই। মারছি স্যার। রাস্তায় মানুষ, গাড়ি ছোট কিছু দেখলেই হাত নিশপিশ করে। মনে হয় যাই মাইরা দিই। আগে তো চালাইতাম টেম্পু। টেম্পু দিয়া চাপা দিলে মানুষ মরে না, বড়জোর হাত পা ভাঙ্গে। তাই আর টেম্পু চালাই না। আমার বন্ধুরে বলার পর সেই আপনাদের কতা কইছে, কইছে মানুষ মারতে চাস তাইলে এইখানে যায়।

-বাহ! বাহ! একসিডেন্ট পর পর প্রথম কাজ কী বলে মনে হয়?

-পালানো। অনেক ড্রাইভার চাপা দিয়া আশেপাশে ঘুরে। এইটা ভুল। চাপা দিয়া ত্রিসীমানায় থাকা যাবে না। প্রয়োজনে ভালো ড্রাইভার হোটেল খুইঁজা গোস্ত-ভাত খাইতে পারলে ভালো। চাপ কমে।

-এক্সিডেন্টে ভ্যারিয়েশন কেমন তোমার?

-অনেক ভ্যারিয়েশন স্যার৷ রবীচন্দন অশ্বিনের বোলিংয়ের ভ্যারিয়েশনের চেয়েও বেশি।

-দু'একটা উদাহরণ দাও৷

- এই ধরেন স্যার, একজন ওভারটেক করছে,পেছন থেকে ৩০০ কিলোমিটার গতিতে ওরে মাইরা দিছি। আপনাদের দোয়ায় ১৯ জন স্পট ডেট৷ ডিভাইডারের উপর দিয়া বিপরীত লেনে এক্সিডেন্ট করছি ১৮ টা৷ সামনে স্বপ্ন আছে, নিচ থেকে উড়ে ফ্লাইওভারের উপরে উইঠা মানুষ চাপা দিবো। দোয়া রাখবেন স্যার।

- বাহ বাহ! বেশ ভালো। তোমার দুএকটা স্পেশাল যোগ্যতা বলো।

- দুইটা লাগবো না স্যার, একটাই বলি। কেউ ওভারটেক করলেই আমার মাথার তার ছিড়া যায়। এইটা আমি একদমই সহ্য করতে পারি না৷

- আচ্ছা। বেশ ভালো। ধরো তুমি গাড়ি চালাচ্ছো, সামনে জেব্রাক্রসিং। একজন রাস্তা পার হচ্ছে। তুমি কী করবা?

- টান দিমু স্যার। একটু স্পিড বাড়ায়া বামে দিয়া যামুগা। ওর কপাল ভালো থাকলে কিছু হইবো না, কপাল কম ভালো হলে হাত পা ভাঙবো আর কপাল খারাপ হলে আমার কীইবা করার আছে! -

এক্সিডেন্ট হলে কী করবা?

- টেনশন নিয়েন না স্যার৷ ১ সেকেন্ডের ১০ ভাগের এক ভাগ সময়ে জানালা দিয়া লাফায় উসাইন বোল্ট দৌঁড় দেয়ার ট্রেননিং আছে আমার। এ পর্যন্ত ৭৮ টা এক্সিডেন্ট করছি, আপনাদের দোয়ায় একবারও ধরা খাই নাই।

-বাহ! বাহ! বুকে আয় ভাই আমার। এরকম একজন ড্রাইভারই আমরা খুঁজছি।

২৯৬২ পঠিত ... ১৯:১৬, ডিসেম্বর ২৮, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top