টাইটানিক বাংলাদেশে বানাইলে পদ্মাসেতুর সাথে বাড়ি লাগায়ে ডুবায়ে দিতাম— একান্ত সাক্ষাতকারে জেমস ক্যামেরন

১০৯৭ পঠিত ... ১৪:৫০, আগস্ট ১৪, ২০২১

titanic bd padma

 

হলিউডের টাইটানিক সিনেমা নিয়ে নিজের নতুন ভাবনার কথা জানালেন এর নির্মাতা জেমস ক্যামেরন। হলিউডের পরিবর্তে সিনেমাটি বাংলাদেশে নির্মাণ করলে পদ্মাসেতুর পিলারের সাথে ধাক্কা খাইয়ে অন্যরকম ক্লাইমেক্স গড়তেন বলে নিজের ফেক আইডি থেকে জানান এই নির্মাতা। টাইটানিকের স্থলে বাংলাদেশি ফেরি রাখার শখের কথাও জানান ক্যামেরন৷

ফেক আইডি থেকে ক্যামরন বলেন, 'এই অঞ্চলের মানুষ অনুরাগ কাশ্যপের বেশ ভক্ত। টাইটানিক আমি না বানিয়ে অনুরাগ বানাইলে আসলে আইসবার্গের মত পশ্চিমা রোমান্টিক জিনিসের লগে ধাক্কা খাইতো না। খাইতো পদ্মাসেতুর পিলারের লগেই৷ আর টাইটানিকও টাইটানিক থাকতো না, হয়ে যাইতো কাকলি ফেরি। এই ভাবনাটিই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। দেখি হয়তো ক্লাইমেক্সটা আরো একবার বানিয়েও ফেলতে পারি।'

পদ্মা সেতু আইসবার্গের চেয়ে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হবে বলেও জানান ক্যামেরন। ক্যামেরন বলেন, 'টাইটানিকে আমার বহুত টাকা গচ্চা গেছে। পদ্মাসেতুটা ওইসময়ে হলে এই প্যারায় যাওয়া লাগতো না। সেতু তো সরকারই বানাই দিত। আমি শুধু ফেরিওয়ালারে কিছু পয়সা ধরাইয়া দিয়া গোপনে শুট করায়া নিতাম।'  

নিজের স্বপ্ন বাস্তবায়নে নতুন করে আবারো টাইটানিক বানানোর সম্ভাবনার কথা জানান ক্যামেরন। এক্ষেত্রে বেশিরভাগ ক্রু বাংলাদেশ থেকে নেবেন বলেও জানান তিনি। শাকিব-বুবলি জুটির সাথে পরিচালক হিসেবে দেলোয়ার জাহান ঝন্টু ও মালেক আফসারীকে রাখতে চান তিনি। পাশাপাশি টাইটানিকের ব্যান্ড দলটির দায়িত্ব দিতে চান মাহফুজুর রহমানকে৷

১০৯৭ পঠিত ... ১৪:৫০, আগস্ট ১৪, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top