বিদ্যুৎ বিল তিন মাসে যা বেড়েছে, সারাজীবনে আমার বয়সও এতটা বাড়েনি: জয়া আহসান

১৩৫৮ পঠিত ... ১৬:৪২, জুলাই ০১, ২০২০

১ জুলাই ঢাবি ও প্রিন্সেস ডায়ানার পাশাপাশি আরও এক খ্যাতিমানের জন্মদিন, হাজারটা জন্মদিন আসলে-গেলেও কখনও যার বয়স বাড়ে না (বরং কমে)। হ্যাঁ, অবশ্যই জয়া আহসানের কথাই বলা হচ্ছে। তবে তার জন্মদিনেই একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তার গত মাসের বিদ্যুৎ বিল!

গত মঙ্গলবার জয়া ফেসবুকে লেখেন, 'বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেয়ার। এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে। যা আগে নরমাল বিল আসতো ৫ থেকে ৭ হাজার টাকা। এবার কেন এত বেশি আসছে তা বুঝতে পারছি না।'

স্ট্যাটাসটি দেখামাত্র আমরা জয়াকে নক দিই। তবে আসল আইডিতে মেসেজ সিন না হওয়ায় তার লাখখানেক ফেক আইডির একটির সঙ্গেই আমাদের কথোপকথন চালিয়ে নিতে হয়।

eআরকি: হ্যাপি বার্থডে জয়া।
: থ্যাংক্স এ লট। তবে জীবনে জন্মদিন বিষয়টা আসলে খুব জরুরি কিছু না...
: তা তো আপনাকে দেখলেই বুঝায় যায়...
: কী?
: ইয়ে, না, মানে কিছু না। কীভাবে কাটাচ্ছেন দিন?
: দিনটা একটুব্যস্তই কাটছে। এখন এক হাতে হাতপাখা দিয়ে বাতাস খাচ্ছি, আরেক হাতে চ্যাট করছি।
: কেন, হাতপাখা কেন? লোডশেডিং?
: আরে নাহ! রাগ করে কাল থেকে ফ্যানই চালাচ্ছি না। দেখি কিছু না চালালে বি কত আসে (রাগের ইমো)।
: ও হ্যাঁ, এই ভুতূড়ে বিলের রহস্য কী বলে মনে হয় আপনার কাছে?
: ওমা, আমি কী করে বলি! আপনারা তো বলেন আমার বয়স না বাড়াই নাকি দুনিয়ার সবচেয়ে বড় রহস্য! কিন্তু গত তিন মাসে কারেন্টের বিল যত বেড়েছে, আমার বয়স সারাজীবনেও এতটা বাড়েনি!

: সবারই এই অবস্থা, শাওন আপাও তো ফেসবুকে ভুতূড়ে বিলের কথা লিখলেন...
: বিলের বিষয়টা আগে ঘটলে দেবী সিনেমায় এটা রাখা যেত। বিল্ডিংয়ে সবার বিল আসে নরমাল, রানুর বাসার বিল আসে তিন গুণ...
: স্টিল এ বেটার সিনেমা...
: কী?
: ইয়ে, না, মানে কিছু না। সারাদিন কীভাবে কাটাবেন বলে ভাবছেন?
: আগে ইলেকট্রিক চুলায় রান্না করতাম। এবার মাটির চুলা বানাচ্ছি। আজকে ওতেই রান্না করবো। গ্যাসের লাইনেরও ভরসা নেই, কখন কি বিল আসে! আগের দিনে দেখতেন না গ্রামে মাটির চুলায় কি দারুণ রান্না হতো!
: আগের দিন মানে, কত আগের দিন?
: ইয়ে, না মানে, আচ্ছা থাকুক। মোমবাতিও কিনেছি। ভাবছি কারেন্টের মূল লাইনই অফ করে দেবো।
: কিন্তু ইন্টারনেটের লাইন? ওয়াইফাই?

এরপর ওপাশ থেকে আমরা বহুক্ষণ ধরে রিপ্লাইয়ের অপেক্ষা করলেও রিপ্লাই পাওয়া যায়নি, মেসেজ ডেলিভারিও হয়নি। সম্ভবত ফোনে চার্জ না থাকায় জয়ার (ফেক আইডি) ফোন বন্ধ হয়ে যায়।

১৩৫৮ পঠিত ... ১৬:৪২, জুলাই ০১, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top