উন্মাদ সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীবের কার্টুন সাক্ষাৎকার (কার্টুনসহ)

২৩১৪ পঠিত ... ১৮:১৫, নভেম্বর ১৫, ২০১৭

তাকে বলা হয় 'গ্রান্ডফাদার অব জোকস'। তবে শুধু জোকস নিয়েই তার কারবার না। রম্য রচনা, কিশোর গল্প, কিশোর উপন্যাস ইত্যাদিতেও তিনি সিদ্ধহস্ত। আর তিনি যে কাটুনিস্ট বা উন্মাদ সম্পাদক সে পরিচয় তো দেওয়ার অপেক্ষাই রাখে না। তবে সব পরিচয় ছাপিয়ে তিনি 'বস'। এ সময়কার তরুণ কার্টুনিস্টরা তাকে 'বস' নামেই ডেকে থাকে। তো বস কার্টুনিস্ট আহসান হাবীবের সাক্ষাৎকারতো আর এমনি এমনি নেওয়া যায় না। আইডিয়া হলো, আমরা প্রশ্ন করবো আর উনি এঁকে এঁকে উত্তর দিবেন। সে মতে প্রশ্ন করা হলো আর উনিও কেমন উত্তর দিলেন দেখে নেওয়া যাক। 

 

তিন ভাই মিলে একটা অনুষ্ঠানে গিয়েছেন। সবাই অন্য দুই ভাইয়ের অটোগ্রাফ নিচ্ছে, আপনার দিকে কেউ তাকাচ্ছে না, কী করবেন?

 

ইন্টারভিউ দিতে গিয়ে উল্টাপাল্টা প্রশ্ন শুনলে ইচ্ছা করে...।

 

সবচেয়ে বেশি ভয় পান কাকে?

 

আপনার স্ত্রী মনে করেন আপনি একটা...।

 

সকালে ঘুম থেকে উঠে দেখলেন, আপনি কাতলা মাছ হয়ে গেছেন, কী করবেন?

 

স্কুলে যে স্যারের হাতে প্রচুর মার খেয়েছেন, তাঁকে হঠাত সামনে পেলে...।

 

‘ও, আপনি আহসান হাবীব? আপনার কবিতা খুব ভালো লাগে’—কেউ এমন কথা বললে কী ভাবেন?

 

লোডশেডিংয়ের সময় কী করেন?

 

আচ্ছা, আমি আপনাকে এত প্রশ্ন করছি কেন?

 

নিজেকে আপনি কী ভাবেন?

(এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ২০১০ সালের নভেম্বর মাসে, তার জন্মদিন উপলক্ষে)

২৩১৪ পঠিত ... ১৮:১৫, নভেম্বর ১৫, ২০১৭

আরও

 
 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top