বয়স ৩০ চলুক কিংবা আগামীতে হোক, এই লেখাটা আপনার জন্যই। জানা থাকলে, দুঃখ কম থাকবে জীবনে। তাই এখনই বসে পড়ে ফেলুন আপনার সাথে কী ঘটতে চলেছে বা কী ঘটছে!
১#
আপনাকে আর কেউ ভাই/ভাইয়া ডাকবে না। সবার কাছে আপনি হয়ে উঠবেন একজন আংকেল।
২#
নিউমার্কেটে গেলে দোকানদাররা আর বলবে না, ‘আপা আসেন দেখে যান।‘‘বলবে, ভাবি আসেন, বাবুদের নিউ কালেকশন আসছে।‘
৩#
আপনার জীবনে বন্ধু হয়ে টিকে থাকবে আপনার বাচ্চার বন্ধুদের বাবা মা। আর কেউই না!
৪#
আপনার ফেসবুক নিউজফিড হয়ে যাবে, কোমরে ব্যথা, মাজা ব্যথা, ঘাড় ব্যথাময়।
৫#
আপনার জীবনের প্রধান প্রশ্ন হয়ে দাঁড়াবে, বিয়ে করবা কবে? বাচ্চা নিবা কবে?
৬#
ইয়ং জেনারেশন আপনাকে দেখলেই নিজেদের কনভার্সেশন বন্ধ করে দিয়ে ভদ্র সাজবে।