ঢাকা শহরে পানি জমলেই মানুষের শুরু হয় হাহাকার। কিন্তু, মানুষ ভুলে যায় এই পানি আমাদের জনজীবনের জন্য কতটা উপকারি। কত বড় বড় বিপদের হাত থেকে আমাদের রক্ষা করছে। আজকের এই প্রতিবেদন পড়লে পানি জমা নিয়ে আপনার ভাবনা একদম বদলে যাবে। আপনি চাইবেন, মিরপুর, ধানমণ্ডি সব যেন আজীবন পানির নিচেই থাকে।
১#
ঢাকা শহরে পানি জমলে কক্সবাজার সমুদ্র সৈকতে না গিয়ে, ফ্রিতেই সমুদ্র সৈকতের ফিল পাওয়া যায়।
২#
জীবনে কোনোদিন কারেন্টের শখ না খেয়ে থাকলে পূরণ হয় সেই আশাও। আপনি চাইলেও আপনাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে হবে, না চাইলেও হতে হবে।
৩#
আপনার গাড়ি, বাইক, বাই সাইকেল, এমনকি আপনি নিজেও পাবেন একদম ফ্রি ফ্রি ফ্রি ওয়াশ!
৪#
পানি জমলে আমাদের সেই পানির মধ্য দিয়ে হাঁটতে হয়, পানির মধ্য দিয়ে হাঁটলে জ্বর আসে, জ্বর আসলে সব পাপ ধুয়ে যায়।
৫#
ঢাকা শহরে পানি জমলে আপনি খুব সহজেই, আটলান্টিকা না গিয়ে শিখে যাবেন কীভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়।
৬#
পানি জমলে আর সন্ধ্যার আগে বাসায় ফিরতে হয় না। ওইদিন সারারাত হাজার হাজার মানুষ রাস্তায় থেকে মধ্যরাতে বাসায় ফেরা যায়।
৭#
ঢাকা শহরে পানি জমলে একসাথে অনেক মানুষ, গাড়িকে ফ্রিজ হয়ে থাকতে দেখা যায়। তখন চাইলে বরফ পানিও খেলা যায়। যদিও সবাই বরফই থাকবে পানি আর হবে না।
৮#
‘আমার মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে’এই গান বাসার নিচে নেমেও গাওয়া যায়।