সকাল ৮টার ক্লাসে উপস্থিত থাকতে পারাটা যেন দুনিয়ার সবথেকে কঠিন কাজ! এই কাজে ব্যর্থ হাজার হাজার শিক্ষার্থীরা। ব্যর্থতার দিন শেষ করতেই eআরকির আজকের আয়োজন। জেনে নিন খুব সহজেই ক্লাসে উপস্থিত থাকার কিছু টেকনিক।
১#
সকাল ৮টার ক্লাসে উপস্থিত থাকতে হলে আপনাকে ঘর বাড়ি সব ছেড়েছুড়ে ক্লাসকেই নিজের ঘরবাড়ি বানিয়ে নিতে হবে। রাতে যদি ক্লাসেই ঘুমান তাহলে সকালে ক্লাস মিস দেয়ার কোনো কারণই নেই।
২#
ইয়ামেতে কুদাসাই বলে আপনি সময়কে থামিয়ে রেখে দেবেন। যেখানে সকাল ৮টা আসবেই না সেখানে ৮টার ক্লাসে যাওয়ার কোনো কারণই বেঁচে থাকল না।
৩#
আপনার অ্যালার্ম হিসেবে ব্যবহার করুন স্যার মাহফুজুর রহমানের গান। এই গানের হাত থেকে বাঁচার জন্য সকাল ৮টায় কেন আপনি ৬টায়ও ক্লাসে যেতে রাজি হবেন।
৪#
আপনি যদি হয়ে থাকেন মিঙ্গেল, তাহলে এই কাজ আপনার জন্য আরও সহজ। সকাল ৬টায় আপনারা মর্নিং ডেট করবেন। ক্লাস আপনাকে না উঠালেও ডেট ঠিকই উঠাবে। তারপর এক কাপ চা খেয়ে ক্লাসে চলে যাবেন।
৫#
রাতে একবার ঘুমালে ভুলেও সকাল ৮টার আগে উঠতে পারবেনই না। তাই আপনাকে যেটা করতে হবে, রাতে একদমই ঘুমানো যাবে না। যদি না ঘুমান তাহলে সকাল ৮টার ক্লাসে যাওয়া কোনোভাবেই ঠেকবে না।
৬#
আপনি যদি বাংলা অ্যাড দেখে থাকেন তাহলে এই অপশন আমি না বললেও আপনি বুঝে গিয়েছেন। হ্যাঁ, আপনি চাইলে সহজেই ভিডিও কলের মাধ্যমে ক্লাসে উপস্থিত থাকতে পারেন।
৭#
বিছানায় শুয়ে থাকুন, মোবাইল হাতে নিন, গুগল ম্যাপ অন করুন, ব্যস! এভাবেই আপনি সকাল ৮টার ক্লাসে চলে গেলেন।
৮#
লুসিড ড্রিমিং ট্রাই করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কথা হচ্ছে ৮টার ক্লাসে যাওয়া সেটা স্বপ্নে নাকি বাস্তবে তা কথা না। তাই যেভাবেই পারেন চলে যান।
৯#
টানা একবছর ৮টার ক্লাস মিস দেন, তারপর যখন কলেজ থেকে বের করে দেবে তখন নিজেই বুঝে যাবেন কীভাবে ৮টার ক্লাসে যেতে হয়।