কুকুর দিবসে মানুষের কাছে কুকুরের ১০টি অনুরোধ

২৮৩ পঠিত ... ১৭:১৫, আগস্ট ২৬, ২০২৩

Kukurer-onurodh

আজ আন্তর্জাতিক কুকুর দিবস। আমাদের আশেপাশে, রাস্তাঘাটে সব জায়গায়ই আমরা চলার পথে কুকুর দেখতে পাই। আবার অনেকেই ভালোবেসে কুকুরকে নিজের পোষ্য হিসেবে রাখি। আজকে এই কুকুর দিবসে eআরকি নিয়ে এলো এই পরিচিত কুকুরদেরই ১০টি অনুরোধ। এই অনুরোধগুলো রাখা, মানুষ হিসাবে আমাদের দায়িত্ব।

১#
আমাকে দেখলেই ঢিল মারবেন না প্লিজ, আমারও ব্যথা লাগে।

২#
আপনার কাছে টাকা-পয়সা থাকলে আমাকে খেতে দেবেন। আমরা অনেক ক্ষুধার্থ থাকি, সবসময় খাবার পাই না।

৩#

আমাদের নামকে গালি হিসেবে ব্যবহার করবেন না। আমরা একটা প্রাণী, আমাদের নামই কুকুর। আমাদের ছোট করে কাউকে কুকুরের বাচ্চা বলবেন না।

৪#
বৃষ্টির দিনে আপনার বাসায় আমরা আশ্রয় নিতে আসলে তাড়িয়ে দেবেন না, আমাদের বাইরে মাথা গোজার জায়গা থাকে না দেখেই যাই।

৫#

আমাদের ভয় পেয়ে গায়ের উপর গরম পানি ঢেলে দেবেন না প্লিজ, আমাদের এভাবে ক্ষতি করবেন না।

৬#

আমাদের কারণে অকারণে কোনো কারণেই আপনি পেটাতে পারেন না। তাই আমাদের মারবেন না।

৭#

সবসময় শুধু মাংসের হাড্ডি আর মাছের কাঁটা খেতে দেবেন না, মাঝেমধ্যে মাংস আর মাছও দেবেন। আমাদের হাড্ডি খেতে কষ্ট হয়।  

৮#

আপনার বাসি ও পচা খাবার আমাদের দেবেন না, আমরা এগুলো খেয়ে অসুস্থ হয়ে যাই।

৯#

শীতের দিন আসলে নিজেদের জন্য শীতের কাপড় কেনার পাশাপাশি আমাদেরও দুই একটা দেবেন প্লিজ। আমাদের অনেক কষ্ট হয় তখন।

১০#

আমরা মাঝেমধ্যেই আপনাদের গাড়ির নিচে ঘুমিয়ে থাকি। তাই গাড়ি বের করার আগে নিচটা একটু দেখে নেবেন, আমাদের অনেক ভাই এভাবে গাড়ির নিচে চাপা পড়েছে।

১১#

গরমের দিনে আপনার আশেপাশে কোনো তৃষ্ণার্ত কুকুর ঘোরাঘুরি করলে তাকে একটু পানি খাওয়াবেন।

১২#
ভাদ্র মাস হচ্ছে আমাদের প্রজননের সময়, এই সময় আমরা মেয়ে কুকুরদের সাথে মিলিত হই। আমাদের মিলনের সময় আপনারা ছাড়িয়ে দেবেন না দয়া করে।

২৮৩ পঠিত ... ১৭:১৫, আগস্ট ২৬, ২০২৩

Top