ডেঙ্গু নিয়ন্ত্রণে ইউরোপ-আমেরিকার প্রতি ঢাকার পাঁচ পরামর্শ

২৭৬ পঠিত ... ১৭:৩৬, আগস্ট ২২, ২০২৩

Dengu-niontrone-poramorsho

ঢাকায় চলছে ডেঙ্গুর প্রখর প্রভাব। আক্রান্ত হচ্ছেন কয়েকশো মানুষ, আবার মারাও যাচ্ছেন অনেকে। এমন মহামারি শুধু ঢাকা না আসতে পারে ইউরোপ-আমেরিকাতেও, তাই ঢাকা তার জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের দিতে চায় কিছু টিপস। 

 

টিপস নাম্বার এক:

মহামারি আসুক আর যাই আসুক আপনারা সবার আগে আপনাদের মেয়রদের নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেবেন। ধরেন আমেরিকায় ডেঙ্গু এসেছে, তাহলে মেয়র থাকবেন লন্ডনে।

 

টিপস নাম্বার দুই:

প্রত্যেকদিন শহরের নানান আনাচে-কানাচে কাজ না করা ফগিং মেশিন ছিটাতে থাকবেন। এতে মশা না মরলেও, জনগণ ঠান্ডা রাখতে পারবেন।

 

টিপস নাম্বার তিন:

আপনার আশেপাশের দেশ থেকে মশা মারার ওষুধ আমদানি করবেন, তবে অবশ্যই নিশ্চিত করবেন এই ওষুধে যেন ভেজাল থাকেই থাকে।

 

টিপস নাম্বার চার:

ডেঙ্গু মশা মারতে হলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেঙ্গু মশা শনাক্ত! তাই আপনারা প্রথম পদক্ষেপেই ড্রোন কিনে শহরের রাস্তায় ছেড়ে দেবেন। বাকি দায়িত্ব ড্রোনের।

 

টিপস নাম্বার পাঁচ:

বেশি কষ্ট করতে হবে না। আপনারা আমাদের মেয়রদের আইডল মানুন, তারপর তাদের দেখানো পথে চলতে থাকুন।

২৭৬ পঠিত ... ১৭:৩৬, আগস্ট ২২, ২০২৩

Top