আজকে বিশ্ব মশা দিবসই মোক্ষম সময় নিজেকে মশা কিনা যাচাই করে নেয়ার। তাই দেরি করবেন না একদম, এখনই এই লেখা পড়ে জেনে নিন আপনি একজন মশা নাকি আপনি একজন মশা হওয়ার পথে আছেন।
১#
আপনার কারণে-অকারণে শুধু কামড় দিতেই ইচ্ছা হয়। আপনি যখন যাকে যেখানে পান তাকেই কামড় দিয়ে বসেন।
২#
আপনি গুন গুন করে গান গাইতে খুব ভালোবাসেন এবং সেই গান মানুষকে শুনাতে আরও বেশি ভালোবাসেন। তাই সবার কানের কাছে আপনি সারাক্ষণ গান গেয়ে থাকেন।
৩#
আপনাকে কোনো কিছু আটকাতে পারে না, আপন শক্তিতে যেকোনো জায়গায় উপস্থিত হয়ে যাওয়ার ক্ষমতা আপনার আছে।
৪#
আপনাকে দেখা মাত্রই মানুষ হাততালি দেয়। আপনি আসবেন আর হাততালি দেবে না এমনটা কখনও ঘটেই না।
৫#
আপনার মধ্যে কোনো বৈষম্য নেই। আপনি নারী, পুরুষ, আওয়ামী লীগ, বিএনপি এমনকি জাতীয় পার্টির কাছেও যান। কাউকে ছাড় দেন না।
৬#
রক্ত আপনার খুবই পছন্দের একটা জিনিস, রক্ত দেখলে আপনার আর মাথার ঠিক থাকে না।
৭#
আপনি মানুষের আশেপাশে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কেউ আপনাকে তার জীবন থেকে মেরে তাড়িয়ে দিতে চাইলেও আপনি থেকে যান।