সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন আজকে মোট ১০০ বারের মতো পেছালো। কেন পেছালো? কী এই পেছানোর কারণ? কেউ না জানলেও আমাদের প্রতিবেদক বহু জল্পনা কল্পনার পর কারণ খুঁজে বের করতে পেরেছেন। কেন করছেন? চলুন দেখে আসা যাক…
১#
একটা সুদর্শন, ধনী, ব্যাক্তিত্ববান পুরুষ জাস্টিন ট্রুডোর ডিভোর্স হয়ে গেছে। এমন একজন মানুষের ডিভোর্স হলে প্রতিবেদন তো আটকাবেই।
২#
যুদ্ধ আজকে শুরু করে কালকে শেষ করে ফেলবেন। দীর্ঘদিন যাবত এক রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঝখানে কীভাবে প্রতিবেদন আগানো যায়?
৩#
বাংলাদেশের মতো একটা দেশে আনুভ জেইন এসে কনসার্ট করে চলে গেছে, এই ডোজ নিতেই তো আমাদের আরও বছরখানেক সময় লাগবে। তাই আমাদের একসাথে দুই ডোজ দেয়া হচ্ছে না।
৪#
দুইদিন পর পর সমাবেশ, মহা-সমাবেশ, একদফা, তিনদফা এগুলো থাকলে মানুষের মনোযোগ ওদিকেই থাকে। তাই যতদিন না এই মনোযোগের জায়গা ফাঁকা হচ্ছে ততদিন সাগর-রুনি পেছাতেই থাকবে।
৫#
এ বছর এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী। তাদের জিপিএ ফাইভের আনন্দ এখনও শেষ হয়নি। তাই একটা জিনিস পেন্ডিং রেখে আরেকটা ঘোষণা তো দেয়া যায় না।
৬#
বাংলাদেশের অর্ধেক নায়ক/নায়িকা দীর্ঘদীন যাবত দেশের বাইরে আছেন। কেউবা মিট-আপ করছেন তো কেউ স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছেন। আমরা আসলে তাদের দেশে আসার অপেক্ষায় আছি। তারা আসলেই একবারে প্রকাশ করা হবে তদন্ত কমিটির রিপোর্ট।