যেসব কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ইন্টারনেট শাটডাউন হয়

২৮৬ পঠিত ... ১৬:৩৮, মে ১১, ২০২৩

Internet-shutdown

ইন্টারনেট শাটডাউন মানে হলো, সাময়িক সময় কিংবা দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ করে দেয়া। তখন আর রাউটার অন-অফ করলেও কাজ হয় না। সাধারণত রাজনৈতিকভাবে অস্থির দেশগুলোর সরকার নানাভাবে, নানান সময়ে নিজেদের স্বার্থে ইন্টারনেট শাটডাউন করেন এমন অভিযোগ আছে। যদিও সরকারগুলো বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে অপপ্রচার ঠেকাতে তারা ইন্টারনেট শাটডাউন কিংবা ইন্টারনেটের গতি কমাচ্ছেন। কিন্তু নানান জরিফে দেখা গেছে, সাধারণত জনগনকে ইনফরমেশন থেকে বাইরে রাখা ও নিজেদের নানান স্বার্থ হাসিলের উদ্দেশ্যই সরকারগুলো ইন্টারনেট শাটডাউন করে থাকে।

বাদ দেন। এইগুলা তো গবেষকদের কথা। এইগুলাকে পাত্তা দিয়ে লাভ নাই। eআরকিক একদল গবেষক ইন্টারনেট যাওয়ার পর বসে বসে ভেবেছে ইন্টারনেট শাটডাউনের আসল কিছু কারণ।

১# পাবজি খেলতে খেলতে অনেকে অনেকসময় ভাত খাওয়ার সময় পায় না। সেজন্য খেলার মাঝে যেন পাবজি খেলোয়াড়রা হালকা খেয়ে নিতে পারে সেজন্য ইন্টারনেট শাটডাউন দেয়া হয়।

২# ইন্টারনেট শাটডাউনের মূল কারণ আসলে ইন্টারনেট জমানো। অনেকটা লোডশেডিং এর মতো। শাটডাউন দিয়ে জমিয়ে রাখলাম, অভাবের দিনে খরচ করলাম।

৩# মানুষের স্ক্রিনটাইম অনেক বেড়ে গেছে। ফলে মানুষ ভুগছে নানান ধরনের মানসিক ও শারীরিক রোগে। এই ভয়াবহ বিপদ থেকে মানুষকে রক্ষা করতে সরকারগুলো মাঝে ইন্টারনেট শাটডাউন দেয়।

৪# ইন্টারনেট সার্ভার, ফোন, রাউটার, ল্যাপটপসহ যাবতীয় সবকিছুকে একটু রেস্ট দেয়ার জন্য ইন্টারনেট শাটডাউন দেয়া হয়।

৫# অনেকে কাজ করতে করতে একটু ড্রাগন গেম খেলার ইচ্ছা হয় অনেকের। কিন্তু ইন্টারনেট থাকার কারণে কাজ ফেলে উঠতে পারে না অনেকে। সেজন্য মাঝে মাঝে ইন্টারনেট শাটডাউন দেয়া হয়। যাতে একটু গেম খেলে নিতে পারে।

২৮৬ পঠিত ... ১৬:৩৮, মে ১১, ২০২৩

Top