টুথপেস্টের শেষ ফোঁটা পেস্ট বের করার কিছু জীবনমুখী প্রক্রিয়া

৪৯৬ পঠিত ... ১৬:০৮, মে ০৭, ২০২৩

টুথপেস্টের-শেষ-ফোঁটা-পেস্ট-বের-করার-কিছু-জীবনমুখী-প্রক্রিয়া

টুথপেস্টের শেষ ফোঁটা পেস্ট বের করতে পারা যেন জীবনের সবথেকে বড় অর্জন। অনেকেই এটা পারেন না। হাজার রকমের চেষ্টা বিফলে যায়। কিন্তু eআরকি থাকতে আপনাদের চেষ্টা বিফলে কেন যাবে? এখনই জেনে রাখুন কিছু জীবনমুখী প্রক্রিয়া!

 

১#

শিল পাটাতে পেস্টের প্যাকেটটা রেখে, নিচের দিক থেকে বাটা শুরু করুন। দেখবেন পেস্ট বের হবেই!

২#

পেস্টের প্যাকেটটা হাইওয়েতে নিয়ে স্পিড ব্রেকারের উপর রেখে দিন। আপনার কোনো কষ্টই নেই, গাড়ির চাকার ধাক্কাতেই সব পেস্ট সামনের দিকে চলে আসবে।

৩#

ব্লেন্ডারে ঢুকিয়ে পুরো প্যাকেটটাই ব্লেন্ড করে নিন। এতে যেমন পেস্টটুকু পাবেন পাশাপাশি প্যাকেট ব্লেন্ড হয়ে পেস্টের পরিমাণও বেড়ে যাবে।

৪#

আপনার যদি কোনো স্বাস্থ্যবান বন্ধু থেকে থাকে তবে তাকে উপকারে ডাকুন। একটা চেয়ারে পেস্ট রেখে তার উপর বসিয়ে দিন আপনার বন্ধুকে! বাকি কাজ তার পশ্চাদ্দেশের।

৫#

পেস্ট বেসিনে রাখা বাদ দিয়ে ছাদে শুকাতে দিন। শহরের উপর দিয়ে যে পরিমাণে গরম বয়ে চলেছে, পেস্ট এমনিই প্যাকেটসহ গলে যাবে।

৬#

পৌরসভার সাথে কথা বলে একটা রোড রোলার ভাড়া করে নিন। পেস্ট কেন, পেস্টের চৌদ্দগুষ্টিসহ বের হয়ে আসবে।

৭#

পেস্টের প্যাকেট ছোট ছোট করে মোট ২০ থেকে ৩০টা ভাগে কাটবেন। তাহলে এই ভাগগুলো দিয়েও ২০ থেকে ৩০ দিন অনায়াসে ব্রাশ করতে পারবেন।

৪৯৬ পঠিত ... ১৬:০৮, মে ০৭, ২০২৩

Top