যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন রমজানের ব্যবসায়ী

১০২৬ পঠিত ... ১৫:৫৫, মার্চ ২৩, ২০২৩

যে-বৈশিষ্ট্যগুলো

চলে এসেছে রমজান মাস। এটাই সময় নিজেকে যাচাই-বাছাই করার। কিন্তু, তার আগে জেনে নিতে হবে আপনি কি একজন রমজানের ব্যবসায়ী! নাকি আপনার আশেপাশের কারও আচরণ এনাদের মতো? যাই হোক না কেন, দূরত্ব বজায় রাখবেন।

 

১#

রমজানের শেষ দশদিন আপনি বিছানায় ঘুমান না, টাকার ওপর ঘুমান।

 

২#
বাজারে আগুন লাগলে, আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়।

 

৩#

সারাবছর আপনার হাক-ডাক কম থাকলেও, বছরের নির্দিষ্ট একটা সময়ে আপনিই হয়ে যান রাজা।

 

৪#

সবার ইদের আনন্দ ইদের দিন কিংবা আগেরদিন শুরু হলেও, আপনার ইদ শুরু হয় শবে-বরাত থেকেই।

 

৫#

চাল, ডাল, তেল এগুলো আপনার কাছে পণ্য না, আবেগের নাম!

 

৬#

মানুষের গলা চেপে ধরার জন্য আপনার হাতের দরকার হয় না। আপনি সুপার পাওয়ারের মাধ্যমেই মানুষের গলা চেপে ধরতে জানেন।

 

৭#

বারো মাসে দুইটা ইদের বদলে আপনি সবসময় বারো মাসে ১২টা ইদের আশায় বসে থাকেন।

 

৮#
পণ্য মজুদ করা, আপনার অন্যতম প্রিয় কাজ।



১০২৬ পঠিত ... ১৫:৫৫, মার্চ ২৩, ২০২৩

Top