যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন অপু বিশ্বাস

১১৪৬ পঠিত ... ১৭:৪৩, মার্চ ১৩, ২০২৩

Apu-biswash

আপনি কি একজন অপু বিশ্বাস? নাকি আপনার নিজের ওপর বিশ্বাসের বিন্দুমাত্রও নেই? যেটাই হোক না কেন, আসুন জেনে নেই কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আপনাকে কেউ অপু বিশ্বাস হওয়া থেকে আটকাতে পারবে না!

 

১#

আপনি বর্ষাকাল একদমই পছন্দ করেন না!

 

২#

আপনাকে মাঝেমধ্যেই মানুষজন একসাথে বাঁচার আশ্বাস দিয়ে, পরে একা রেখে চলে যায়।

 

৩#

আপনি সবকিছু ভুলে গেলেও মানুষের, গায়ে হলুদের কথা একদমই ভোলেন না! এমনকি মনে করে শুভেচ্ছাও জানিয়ে রাখেন।  

 

৪#

নাচের প্রসঙ্গ আসলেই আপনার মনে আতংক ভর করে।

 

৫#

ভুল যেই করুক না কেন, দোষটা সবসময় আপনারই।

 

৬#

আপনি মাঝে মাঝে কাকে নিয়ে কী করবেন, কোথায় যাবেন বুঝে উঠতে পারেন না।

 

৭#

আপনি যখন তখন যাকে তাকে বিশ্বাস করে ফেলেন।

১১৪৬ পঠিত ... ১৭:৪৩, মার্চ ১৩, ২০২৩

Top