পরিবারের শিশুদের সামনে নারী বিদ্বেষী যে কথাগুলো কখনোই বলবেন না

৫৩৩ পঠিত ... ১৮:৫৬, মার্চ ০৭, ২০২৩

পরিবারে-শিশুদের-সামনে-নারী-বিদ্বেষী-যে-কথাগুলো-কখনোই-বলবেন-না (1)

আপনার সন্তানের জন্য আপনি সবচেয়ে ভালো যে কাজটা করতে পারেন তা হলো তার মায়ের সাথে ভালো ব্যবহার করা, তাকে সম্মান করা। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে সন্তানের ভিত্তিটাও কিন্তু গড়ে দেয় আমাদের পরিবার। শিশুরা শেখে পরিবারের থেকে। তাই আপনার পরিবারের দাদা, চাচা, মামা, শ্বশুর, বাবা কিংবা ছেলেরা যদি বাড়ির ও কর্মস্থলের নারী সদস্যদের মতামতকে গুরুত্ব না দিয়ে তাদের সকলের সামনে অবহেলা করে কটু কথা বলে, তবে আপনি ছেলে হন বা মেয়ে হন, সেসব কটু কথার জবাব দিয়ে তাদের থামিয়ে দেওয়া আপনার গুরুদায়িত্ব। এ যুগে এসেও বাড়িতে এমন কথার চল যদি বন্ধ না হয়, তবে সমাজ তো দূর পৃথিবী থেকে কখনই পুরুষতান্ত্রিকতা দূর হবে না। শিক্ষাটা শুরু হোক পরিবার থেকেই। স্ত্রী বা বাসার নারীদের অসম্মান করে যে কথাগুলো কখনো বলবেন না…

 

১। মেয়েমানুষ মেয়েমানুষের মতো থাকবা, সব বিষয়ে নাক গলাতে আসবা না।

২। যেটা বুঝো না সেটা নিয়ে তর্ক করবা না।

৩। সারাদিন বাসায় বসে করোটা কী!

৪। রান্নাটা তো অন্তত ভালোভাবে করা শিখতে পারো।

৫। আছো তো শুধু খরচের তালে, ইনকাম করলে বুঝতা।

৬। মেয়েমানুষের কথাকে এত গুরুত্ব দিতে নাই।

৭। ছেলেমেয়েগুলারে তো লাই দিয়া মাথায় তুলছো। তোমার জন্য ওরা নষ্ট হয়ে যাইতেছে...

৯। ওই লোক তো মেয়েমানুষের কথায় নাচে, ওর কথা শুনার কোনো দরকার নাই।

১০। মেয়েকে তো আদব-কায়দা কিছু শিখাও নাই।

৫৩৩ পঠিত ... ১৮:৫৬, মার্চ ০৭, ২০২৩

Top