আমাদের বাসা যেন হয়ে উঠেছে, মশাদের বাসা। নিজেদের রক্তের বিনিময়েই থাকতে হচ্ছে নিজের বাসায়। কিন্তু এমন দিন কতদিন? ভাড়াও দেব আবার রক্তও দেব তা কি হয়? হয় না! তাই আসুন এবার সবাই মিলে মশাদের তাড়াই।
১#
নিজেকে করে ফেলুন একদম মশার আকারের। এতো ছোট মানুষ দেখলে মশা নিজেই কনফিউজড হয়ে যাবে আপনার থেকে রক্ত নিবে নাকি আপনাকে কিছু দিয়ে যাবে!
২#
মানুষ হয়ে জন্মাইছেন এতো শখ আহ্লাদ থাকা তো ঠিক না! নিজের চামড়াকে রুপান্তর করুন গণ্ডারের চামড়ায়। মশা কামড় দিতে আসলে তার নিজের শুঁড়-ই ভেঙে যাবে।
৩#
একটা সার্ভে করুন, এই সার্ভের মাধ্যমে দেখুন মশা কখন আপনার বাসায় আসছে। মশা যখন বাসায় আসবে ওই সময় আপনি রাস্তায় রাস্তায় ঘুরাঘুরি করুন।
৪#
বাসার বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানিয়ে রাখুন, ‘এই বাসার সবার ব্লাড ক্যান্সার।’ মশাই হোক আর যাই হোক জেনেশুনে মরতে কেউ চাইবে না।
৫#
বাংলাদেশ বিদেশ যাওয়া কমিটির সাথে যোগাযোগের ব্যবস্থা করা যায় নাকি দেখুন। জানা গেছে, বিদেশে মশাদের উৎপাত একদমই নেই।
৬#
সমস্যা না থাকলে সমাধানও লাগে না। তাই সবার আগে সমস্যাকে দূর করে দিন, মানে নিজের শরীরের সব রক্ত বের করে ফেলুন। রক্ত না থাকলে মশা শুধুমাত্র গান শুনায়ে নিজের টাইম ওয়েস্ট করবে না।
৭#
আপনি যদি একজন বাথরুম সিঙ্গার হয়ে থাকেন তাহলে এটা কাজে লাগানোর এখনই সময়। বসে বসে মশার কান খুঁজে বের করুন, তারপর আপনিও মশাকে গান শুনান। মনে হয় না আপনার গান শুনে মশা টিকে থাকতে পারবে!
৮#
আপনি যদি ‘টিট ফর ট্যাট’কথায় বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আর দেরি কেন? মশা আপনাকে কামড়ালে আপনিও মশাকে কামড়াবেন। মশা আপনার রক্ত খেলে আপনিও মশার রক্ত খাবেন… শোধ বোধ।
৯#
বাকি ৯৩টি উপায় লেখার আগে আমাদের লেখক-কে মশার ঝাঁক তুলে নিয়ে গেছে… সে জীবিত ফিরে আসলে বাকিগুলোও পাবেন আশা রাখছি!