ক্লায়েন্ট হিসেবে যে ভদ্রতাগুলো মেনে চলা আপনার অবশ্যই কর্তব্য

২১৫ পঠিত ... ১৮:১৮, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

ক্লায়েন্ট-হিসেবে-যে-ভদ্রতাগুলো-মেনে-চলা-আপনার-অবশ্যই-কর্তব্য

আপনি যদি একজন ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে এই পোস্টটা আপনার জন্যেই। এই কর্তব্যগুলো মেনে না চললে আপনি কখনওই একজন আদর্শ ক্লায়েন্ট হতে পারবেন না।

 

১#

আপনার যতো ফিডব্যাকই থাকুক না কেন সব আপনি রাত ১২টার পর দেবেন। দিনেরবেলা আপনাকে হাজারটা ফোন দিলেও কোনো ফিডব্যাক দেবেন না।

 

২#

একেবারে সব ফিডব্যাক দিয়ে বসে থাকলেন এই কাজ একদমই করবেন না। ফিডব্যাক দেবেন ধাপে ধাপে, একটা দিয়ে তারপরে আরেকটা দেবেন এভাবে ১০ থেকে ১২টা দেবেন। এতে এজেন্সিগুলোর সাথে আপনার যোগাযোগ আরও ভালো হবে।

 

৩#

একটা কাজের ওপর যদি মিনিমাম ১০টা ফিডব্যাক না দিতে পারেন তাহলে ওই কাজ কোনোভাবেই অ্যাপ্রুভ করবেন না।

 

৪#

প্রতিবার কাজ দেয়ার পর আপনি খুব কনফিডেন্স নিয়ে জানাবেন, এবার কাজটা করে ফেলেন। সামনের বার ভালো বাজেট আছে কোনো সমস্যা নেই।

 

৫#

ফিডব্যাক দেয়ার সময় যে শুধু আপনাকেই দিতে হবে এমন না। আপনার অফিসের বাকি লোকজন ছাড়াও পারিবারিক আত্মীয়-স্বজন যেমন, মামা, চাচা, ফুফু, খালা এমনকি প্রেমিক/প্রেমিকা থাকলে তাদের সাথেও কথা বলেন তারপর সবার ফিডব্যাক নিয়ে দেন।

 

৬#

আপনি মিটিঙের জন্য একটা শিওর টাইম সিলেক্ট করে সবকিছু রেডি করে মিটিঙের কিছুক্ষণ আগেই মিটিঙটা পিছিয়ে নেবেন। সময়মতো মিটিঙ করে ফেলা আপনার পার্সোনালিটির সাথে যায় না।

 

৭#

ফিডব্যাক দেয়ার সময় অবশ্যই বলবেন এটা খুব সহজ কাজ। চাইলেই করে ফেলা যায়। এমনকি সাথে এমন ভাব ধরবেন যেন আপনি না জানি কতবার করেছেন এই একই কাজ!

২১৫ পঠিত ... ১৮:১৮, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

Top