আপনি কি একজন শাহীন? নাকি আপনি জানেনই না এই শাহীন কে বা আপনি কেন শাহীন হতে যাবেন। তাহলে এখনই ফেসবুকে সার্চ করুন, ‘শাহীন নটীর পোলাকে ধরে ফেল।‘ তারপর মিলিয়ে নেন আপনি শাহীন নাকি অন্যকেউ!
১#
আপনাকে যে যখনই ডাকতে যায় তখনই আপনার নামের সাথে একটা গালি জুড়ে দেয়। গালি ছাড়া যেন আপনার নামটা একদম অসম্পূর্ণ।
২#
চোর, ডাকাত ধরা নিয়ে আপনার বাসা কিংবা এলাকায় খুব নাম-ডাক! এলাকায় যত চোর, ডাকাত আসে সব আপনিই ধরেন।
৩#
আপনার নাম মুখে নেয়া মাত্র মানব শরীরে এক আলাদা শক্তি চলে আসে। মুখের সাথে হাত, পা-ও নাড়াতে শুরু করে।
৪#
আপনার নাম নিলে মানুষ রাতারাতি ভাইরাল হয়ে যায়। দুনিয়ার সবাই জেনে যায় আপনার বাড়িতে কবে, কয়টা ডাকাত, কীভাবে এসেছিল।
৫#
আপনি মানুষকে সবসময় ঘাড়ে চড়ে বসতে উদ্বুদ্ধ করেন। আপনাকে চেনে, জানে, আপনার নাম নেয়, এমন প্রতিটা মানুষ-ই কারও না কারও ঘাড়ে চড়ে বসে।
৬#
আপনি সবসময় সব কাজের পেছনে থাকেন। এদিকে সামনের মানুষগুলো আপনার নাম বেচে অনেকদূর চলে যায়।
৭#
আপনি বাংলা ভাষার সৌন্দর্য্য। কারণ, শাহীন বলে নটীর পোলারে ধরে ফেলতে বলা যায়।