যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন রবীন্দ্রনাথ

১৩৬ পঠিত ... ১৬:১৩, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

যে-বৈশিষ্ট্যগুলো-থাকলে-আপনি-একজন-রবীন্দ্রনাথ

আপনি কি একজন রবীন্দ্রনাথ? নাকি আপনি রবীন্দ্রনাথ হতে ভয় পান? আপনি যেই হোন না কেন আসুন দেখে নেই রবীন্দ্রনাথের কোনো বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কিনা। আরেকটা কথা, বৈশিষ্ট্য থাকলে খুব সাবধান! বাড়িতে লুকিয়ে থাকুন, কবে গুম হয়ে যাবেন টেরও পাবেন না।

 

১#

আপনাকে কেউ কোথাও শান্তিমতো দাঁড়িয়ে থাকতে দেয় না। কোথাও দাঁড়ালেই আপনাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়।   

 

২#

আপনি হাজার ভেঙে গেলেও, খণ্ড-বিখণ্ড হয়ে গেলেও আবার পুনরায় গড়ে ওঠেন। আপনাকে কেউ কখনওই একবারে ভেঙে ফেলতে পারে না। আপনি ফিরে আসেন।

 

৩#

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপনাকে একদম পছন্দ না। তারা আপনাকে নিয়ে খুবই বিরক্ত!

 

৪#

আপনার জন্য মাঝেমধ্যেই পোলাপানদের ঝগড়া-বিবাদ লেগে যায়। আপনি পোলাপানের ঝগড়ার মূল অংশ হয়ে থাকেন!

 

৫#

মাঝেমধ্যেই আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। জানা যায়, আপনি গুম হয়ে গেছেন। আর কখনও ফিরবেন না।

 

৬#

এক হাত দূরে চায়ের দোকান থাকা সত্ত্বেও আপনি চা খেতে যেতে পারেন না। আপনাকে চুপচাপ এক হাত দূরেই দাঁড়িয়ে থাকতে হয়।

 

৭#

আপনি কোথাও খেতে না গেলে সেটা নিয়ে খুব মাতামাতি শুরু হয়ে যায়। সবাই জেনে যায়, ‘রবীন্দ্রনাথ কখনও এখানে খেতে আসেননি।‘

 

(এটি শুধুমাত্র রবীন্দ্রনাথের ২০২৩ সালের টিএসসি ভ্রমণ অংশ থেকে অনুপ্রাণিত)

১৩৬ পঠিত ... ১৬:১৩, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

Top