তার বেঁচে যাওয়া ডিমের কুসুম যেভাবে কাজে লাগানো যায়

৪৯৮ পঠিত ... ১৭:৪৪, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

জায়েদ-খানের-বেঁচে-যাওয়া-ডিমের-কুসুম-যেভাবে-কাজে-লাগানো-যায়

আমাদের সবার প্রিয় জায়েদ খান নতুন রূপে আবার ফিরছেন। বড় বাজেটের সিনেমার জন্য ঢেকে যাওয়া দুই প্যাক উদ্ধার করতে নেমেছেন। সব মিলিয়ে শরীরের যত্ন নিতেই কেটে যাচ্ছে প্রতিদিন চার ঘণ্টা, খাচ্ছেন কুসুম ছাড়া আটটা ডিম। কিন্তু বেঁচে যাওয়া কুসুমের কী হবে? তা কেউ না ভাবলেও ভাবছে eআরকি। কাজে লেগে যাবে এই ডিমের কুসুম!

 

১#

জায়েদ খানের পরিবারের বাকি সদস্যরা এই ডিমের কুসুম আপন করে নিলেই পারেন। ডিম খাওয়া বাদ দিয়ে উনারা খাবেন শুধুমাত্র কুসুম! এতে আমরা যেমন একজন নায়ক পাব তেমন দেশ আর ঘর দুইয়ের খরচই বেঁচে যাবে।

 

২#

ডিম থেরাপির পাশাপাশি কুসুম থেরাপি চালু করা গেলে খুবই ভালো হবে। এক্ষেত্রে থেরাপির জন্য এক্সট্রা করে ডিম (কুসুম) কিনতে হবে না। জায়েদ খানের রেখে দেয়া ৮টা কুসুম দিয়েই স্বাচ্ছন্দ্যে চালানো যাবে, কুসুম থেরাপি!

 

৩#

কুসুম গরম পানির জন্য এখন আর আমাদের চিন্তা করতে হবে না। জায়েদ খান প্রতিদিন যে ৮টা কুসুম রেখে দেবেন তার উপর অনায়াসে পাওয়া যাবে, আমাদের কুসুম গরম পানি!

 

৪#

ডিমের কুসুমের যে একটা নিজস্ব রঙ আছে, এটা একদমই ভুলে গেলে চলবে না। এই হলুদ রঙ দিয়ে অনেক কিছুই হয়। তাই প্রতিদিন এই ৮টা কুসুমকে রঙ-এ রুপান্তর করে আর্টিস্টদের দান করা হলে খুবই ভালো হবে।

 

৫#

সাধারণ জনগন যারা নিজেদের রুপ নিয়ে খুব সতর্ক তাদেরকে এই ৮টা কুসুম উৎসর্গ করে দিলেই হয়। চাইলে আমাদের নায়ক নিজেও এই কুসুমগুলো ব্যবহার করে রুপচর্চা করতেই পারেন।

 

৬#

আপনারা যদি না জানেন তবে জেনে রাখেন, ডিমের কুসুম চুলের জন্য খুবই উপকারী! তাই আজই জায়েদ খানের থেকে ৮টা ডিমের কুসুম ম্যানেজ করা শুরু করেন, পেয়ে যাবেন এলোকেশি উপাধিও!

 

৭#

ডিম দিয়ে কেক বানানোর দৃশ্য ঘরে ঘরে। তবে এবার সময় এসে গেছে ডিমের কুসুম দিয়ে কেক বানানোর দৃশ্য নিয়ে আসার। নতুন রেসিপি ট্রাই করুন। নতুন্ত্বই সুন্দর!

 

৮#

আপনি যদি পাখিপ্রেমী হোন তাহলে তো আর কথাই নেই। প্রতিদিন ৮টা পাখিকে এই ৮টা কুসুম দিলে তাদের জীবন অনায়াসে কেটে যাবে!

৪৯৮ পঠিত ... ১৭:৪৪, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

Top