আজকে প্রপোজ ডে, কিন্তু আপনি প্রপোজ করতে পারেন না। কিংবা আপনার ভয় হচ্ছে, যদি রিজেক্ট করে দেয়! তাহলে এই পোস্ট আপনার জন্যেই। প্রপোজ না করেও তার মনে দোলা দিতে আপনিই পারবেন!
১#
তার যেকোনো স্টোরিতেই আপনি ৫ থেকে ৬টা লাভ রিঅ্যাক্ট দেবেন। স্টোরিতে যারা লাভ রিঅ্যাক্ট দেয় তাদের জন্য এম্নিতেও একটা কর্নার ফাঁকা থাকে, সেখানে ৫/৬টা দিলে পুরা হৃদয়টাই দিয়ে দিতে মন চায়!
২#
লক্ষ করলে দেখবেন আমাদের মেসেঞ্জারে স্টিকার অপশন আছে। আর সেখানে শত শত ‘আই লাভ ইউ’ স্টিকারও আছে। সেখান থেকে তাকে একটা পাঠান, কিছুক্ষণ পরে জানান ভুল করে দিয়েছেন। এরপর আপনার ঘুম হলেও, তার হবে না।
৩#
আপনার স্টোরিতে সারাক্ষণ তাকে ডেডিকেট করে গান দিয়ে ভরে রাখবেন। সম্ভব হলে তার পছন্দের গান সম্পর্কে জেনে নেবেন, এবং সেগুলোও দেবেন।
৪#
এটাই সুযোগ! তার ইনবক্সে যান, প্রপোজ করতে হবে না। ভয় পাবেন না। তাকে সুন্দর করে লিখেন, ‘আজকের দিনে তোমার মতো একজনেরই অভাব বোধ করছি জীবনে।‘ ব্যস! যা বোঝার বুঝে যাবে।
৫#
তার সাথে ট্রুথ ডেয়ার খেলুন। প্রেম নিবেদনের অভিনব পদ্ধতি এখন ট্রুথ ডেয়ার খেলা! আগে জেনে নেবেন বয়ফ্রেন্ড আছে কিনা তারপর ডেয়ার হিসেবে আপনাকে প্রপোজ করতে বলবেন!
৬#
সে যদি ফুচকা লাভার হয় তাহলে আপনিও একজন ফুচকা লাভার, সে মুভি হেটার হলে আপনিও মুভি হেটার! মোট কথা তাকে শুধু এটুকু বোঝাবেন সে যা ভালোবাসে আপনিও তাই ভালোবাসেন! বড়জোর এক সপ্তাহ লাগবে তার এটা বুঝতে যে আপনি তাকেও ভালোবাসেন।
৭#
আজকের দিনটাই সুযোগ, ফেসবুকে বেদনাদায়ক একটা স্ট্যাটাস দেন। ‘যার থেকে প্রপোজ পেতে চাই, সে ছাড়া অন্য সবাই প্রপোজ করে।‘ তার বুঝতে বাকি থাকবে না আপনি যে তার থেকেই প্রপোজ চাচ্ছেন।
৮#
এই পোস্টের থেকে বড় ইঙ্গিত আর কিছুই হতে পারে না! চুপচাপ আমার পোস্টের লিংক তার ইনবক্সে পাঠিয়ে দেন। সে নিজেই টের পেয়ে যাবে!