রোজ ডে যেভাবে রোজ ছাড়াই কাটাবেন

২০৯ পঠিত ... ১৬:২০, ফেব্রুয়ারি ০৭, ২০২৩

রোজ-ডে-যেভাবে-রোজ-ছাড়াই-কাটাবেন

৭ ফেব্রুয়ারি, রোজ ডে। পৃথিবীর আনাচে-কানাচে সিঙ্গেল-মিঙ্গেল সবাই যেন দলে দলে পালন করছে। কিন্তু এরমধ্যে কিছু মানুষ পরেছে ঘোর বিপদে, একে তো সিঙ্গেল তার উপর নেই রোজ দেয়ার কেউ! কী করবেন আপনারা? জানেন না? eআরকি আছে, চিন্তা নেই।

 

১#

‘আমি নিজেই দেখতে ফুলের মতো।‘ এই বাক্যে বিশ্বাসী হোন। তাহলে গোলাপ কেন, দুনিয়ার অন্য কোনো ফুল না পেলেও আপনার কষ্ট লাগবে না।

 

২#

মানব শরীরে ফুল স্যুট করে না। ফুলে আছে এক ভয়ানক অ্যালার্জি, যা মানব শরীরকে নষ্ট করে দেয়। আমার মতো এই কথা জানলে ফুল চাওয়া তো দূর কেউ ফ্রি-তে দিলেও নেবেন না।

 

৩#

যেসব বন্ধু-বান্ধব এসব ডে-ফে নিয়ে নাচানাচি করছে তাদের বাসায় ডাকুন, বোঝান, কথা বলুন, ‘এসব ডে অনেক অভাররেটেড!’ আপনি পালন করেন না, তারাও যেন না করে। সবাই মিলে বয়কট করলে, আপনি আর কী!

 

৪#

আঙুর ফল যেমন টক তেমন গোলাপ ফুল ভর্তি কাঁটা! এসব উলটাপালটা জিনিস টাকা দিয়ে কিনে আবার সেইদিন এতো হৈ-হুল্লোড় করে পালন করার মতো কিছু নেই। নিজেকে বোঝান!

 

৫#

আপনি হচ্ছেন একজন এস্থেটিক মানুষ, এসব রোজ ডে ফোজ ডে আপনার জন্য না! আপনি পালন করবেন টিউলিপ ডে। যেহেতু টিউলিপ ডে নেই, সেহেতু বয়কট রোজ ডে!

 

৬#

যে গোলাপ শাক রেঁধে খাওয়া যায় না, সেই গোলাপের রোজ-ডে আমরা মানবো কেন? দেশের এতো খারাপ অবস্থায় টাকা দিয়ে একটা জিনিস কিনে সেটা যদি খেতেই না পারি তাহলে কিনবো কেন? দরকার নেই!

 

৭#

আমাদের বাংলাদেশে কালো গোলাপ খুবই কম, আর পাওয়া গেলেও দাম যেন আকাশ ছোঁয়া! একজন ব্ল্যাক লাভার হিসেবে আপনি চান কালো গোলাপ। যেহেতু সেটা পাচ্ছেন না তাই এসব রোজ ডে ফোজ ডে আপনার না!

 

৮#

দিনের ৮০ ভাগ সময় নিজের বুদ্ধিতেই কাটিয়ে দিয়েছেন। এখন বাকি কয়েক ঘণ্টার জন্য আমার বুদ্ধি আপনার কোনো কাজেই আসবে না। যেভাবে ছিলেন, সেভাবেই রোজ ডে কাটান!

২০৯ পঠিত ... ১৬:২০, ফেব্রুয়ারি ০৭, ২০২৩

Top