শিক্ষকরা যদি এমন হতো...

৪০৮ পঠিত ... ১৭:৪৪, জানুয়ারি ২১, ২০২৩

Teacher-jodi-emon-hoto

শিক্ষকরা কেমন জানি, খিটখিটে মেজাজের। পড়াশোনা আর হোম-ওয়ার্ক দেয়া ছাড়া যেন কিছুই বোঝেন না। কিন্তু আমরা ছাত্ররা তো চাই ভিন্নরকম শিক্ষক। এমন শিক্ষক পাওয়া না গেলেও, ভাবতেও ভালো লাগে। এজন্য চলুন ঘুরে আসি ভাবনার জগৎ থেকে।

 

১#

ক্লাসে এসেই বলবেন, যার যার ঘুম লাগছে পেছনের বেঞ্চে যেয়ে চুপচাপ ঘুমিয়ে থাক। তোরা ঘুমালে বাকিদের শান্তিতে ক্লাস করাতে পারব।

 

২#

কঠিন অংক বুঝানোর আগে জানিয়ে দেবেন, আজকে সবথেকে কঠিন অংকটা করতেছি। এটা খুব একটা বুঝা লাগবে না। পরীক্ষায় আসলে আমি মার্ক দিয়ে দেব, যার ভালো লাগছে না এই সময়টা বাইরে থেকে ঘুরে আয়।

 

৩#

পানি খাওয়ার বাহনা দিয়ে কোথাও গিয়ে তাড়াতাড়ি চলে আসলে, অবশ্যই আপনাকে বকা দেবে। স্যারের কথা হবে, পানি খেতে গেছিস দুই/তিন ঘণ্টার আগে আসবি কেন? ভুলেও আসবি না।

 

৪#

কাপলদের প্রতি স্যার হবেন খুবই নরম মনের একজন মানুষ। ক্লাসে এসেই বলবেন, তোরা যারা প্রেম করতেছিস মাঝামাঝি বেঞ্চ দেখে একসাথে বসে যা।

 

৫#

ক্লাস টেস্ট তো অনেক দূরের কথা। স্যার ফাইনাল এক্সাম দেয়া নিয়েও কোনো প্যারা দেবেন না। দিলে দিছিস না দিলে না দিছিস, মার্ক পাবি মন ভরে।

 

৬#

পরীক্ষার মাঝে এসে বলবে, ‘ঐ তোর কী টয়লেটে যাওন লাগবো? লাগলে যা।‘

 

৭#

পেরেন্ট মিটিং বলতে স্যারের কাছে কিছু নাই। বরং আব্বা-আম্মাকে রাস্তায় পেলে ছাত্রদের নামে অনেকগুলো ভালো কথা বলে রাখবে।

 

৮#

ক্লাস টেস্টের দিন এসে বলবে, ‘যারা যারা পড়স নাই তোদের পরীক্ষা পিছায়া দিলাম। তিন দিন পরে আইসা দিস।

৪০৮ পঠিত ... ১৭:৪৪, জানুয়ারি ২১, ২০২৩

Top