যে ১০টি লক্ষণ থাকলে আপনি একজন কাজী সালাউদ্দিন

১২৪২ পঠিত ... ১৭:৫৬, জানুয়ারি ১৯, ২০২৩

যে ১০টি লক্ষণ থাকলে আপনি

আপনি কি নিজেকে একজন কাজী সালাউদ্দিন মনে করেন? নাকি আপনার কোনো ঘনিষ্ট বন্ধু এই জায়গাটা দখল করে রেখেছে? আসুন দেখে নেই আপনি কাজী সালাউদ্দিন নাকি আপনার কোনো বন্ধু! যেই হোন না কেন এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকা চাই-ই চাই।

 

১#

আপনি এলাকায় কিছুদিন পরপরই মিথ্যা আশ্বাস দিয়ে বেড়ান, ওমুক সেলিব্রেটি আসবে, তমুক রকস্টার আসবে। এট দ্যা এন্ড কেউই আসে না আসলে।

 

২#

আপনি জীবনে কোনোদিন দ্বিতীয় হওয়া পছন্দ করেন না।

 

৩#

একসময় আপনি এলাকার সুপারস্টার ছিলেন, সবাই পাত্তা দিতো। এখন তেমন কেউ পাত্তা দেয় না।

 

৪#

এলাকায় আপনার কোন প্রতিদ্বন্দ্বি নাই। সবসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যান।

 

৫#

আপনি নিজের অনেক অর্জন সম্পর্কে মানুষকে বলে বেড়ান, কিন্তু কেউই সেসব বিশ্বাস করে না।

 

৬#

আপনার ধারণা আশেপাশের সবাই আপনার পেছনে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে।

 

৭#

আপনার রেজাল্ট খারাপ হলেও ভাব ধরেন আপনি অনেক ভালো স্টুডেন্ট।

 

৮#

আপনি একবার কোথাও বসতে পারলে সহজে সেখান থেকে ওঠেন না।

 

৯#

আপনার ধারণা হাতে কিছু টাকা পেলে আপনি সারা দুনিয়া পাল্টে ফেলবেন।

 

১০#

রাখতে পারবেন না জেনেও আপনি মানুষকে কথা দিয়ে বেড়ান।

১২৪২ পঠিত ... ১৭:৫৬, জানুয়ারি ১৯, ২০২৩

Top