ঢাকায় আসার আগে মেসিকে ৫ পরামর্শ

৩৫৭ পঠিত ... ১৭:২৫, জানুয়ারি ১৮, ২০২৩

ঢাকায় আসার আগে মেসিকে ৫ পরামর্শ

বাফুফে প্রেসিডেন্ট কাজি সালাউদ্দিন জানিয়েছেন, জুন মাসের দিকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ঢাকায় আসতে পারে মেসির আর্জেন্টিনা। ঢাকায় আসলে মেসি হয়তো মেসি একটু শহরটা ঘুরেটুরে দেখবে। দুএকটা অনুষ্ঠানে দাওয়াতও পেতে পারে। তবে এইসব ক্ষেত্রে মেসিকে মানতে হবে কিছু সাবধানতা।

 

১# মঞ্চ বিষয়ে একটু সাবধানে থাকতে হবে। কেউ কথায় ডাকলেই চলে যাওয়া যাবে না। গেলেও মঞ্চে ওঠা যাবে না। মঞ্চে উঠে গেলেও সহ-সভাপতিরা যেন মঞ্চের নিচেই থাকে তা নিশ্চিত করতে হবে।

 

২# মোহাম্মদপুরের দিকে কোন কাজ থাকলে দিনে দিনে সেরে ফিরে আসতে হবে। কোনভাবেই রাতে যাওয়া যাবে না। রাতে গেলেও সাথে করে দুই-তিন জনকে নিয়ে যেতে হবে।

 

৩# ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরতে গেলে হেলমেট পরে যাওয়াই ভালো। এছাড়াও মোবাইলে কোন ব্যক্তিগত ছবি রাখার বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। ওইদিকে মোবাইলে চেক হয়।

 

৪# ছোটভাইদের থেকে একটু সাবধান থাকতে হবে। সবচেয়ে ভালো হয় এড়িয়ে চলতে পারলে। নইলে কখন কোথায় নিয়ে ফুডভ্লগিং শুরু করে বলা যায় না।

 

৫# বাসে চড়ে কোথাও যেতে হলে একটু সময় নিয়ে বের হতে হবে। এছাড়াও স্মার্টফোন বাসায় রেখে কমদামি বাটন ফোন নিয়ে বের হওয়া ভালো। স্মার্টফোন নিয়ে বের হলেও কথা বলার সময় বাসের জানালা বন্ধ রাখতে হবে।

৩৫৭ পঠিত ... ১৭:২৫, জানুয়ারি ১৮, ২০২৩

Top