আপনি কি জানেন? চট্টগ্রামবাসীদের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যা আমরা অনেকে জানলেও তারা কেউই জানে না। আসুন সেই বৈশিষ্টগুলো সবাই আরও একবার দেখে নেই।
১#
সোদানিরফোয়া তাদের জন্য কোনো গালি না, একটা আবেগ, ভালোবাসার ডাক।
২#
চট্টগ্রাম থাকে মানে তারা সকালে মেজবান খায়, দুপুরে ভাত না খেয়ে মেজবান খায়, বিকালে বন্ধুরা মিলে মেজবান খায়, রাতে পরিবারের সবাই একসাথে মেজবান খায়।
৩#
মন খারাপ থাকলে চট্টগ্রামের মানুষজন কক্সবাজার গিয়ে বসে থাকে। এরপর সন্ধ্যার আগেই ফিরে আসে।
৪#
অন্য এলাকার মানুষদের মতো তাদের প্যান্টে একটা জিপার না। তাদের প্যান্টের সামনে পেছনে দুই-দিকে দুইটা জিপার থাকে।
৫#
চট্টগ্রামে কোন সাধারণ মানুষ নেই। সবাই জমিদার।
৬#
চট্টগ্রামের কোনো ছেলেমেয়ের কাজিন ভাই/বোন না থাকলে তাদের জীবনে কোনোদিন বিয়ে হওয়ার কোনো সুযোগ নেই।
৭#
চট্টগ্রামের ভাষা শেখানোর প্রলোভন দেখিয়ে ওরা কয়েকটা প্রেম করে ফেলতে পারে।
৮#
চট্টগ্রামের মানুষ সকালবেলা ফয়েজ লেকে গিয়ে মুখ ধোয়, কুলি করে।
৯#
চট্টগ্রামে গিয়ে ‘ইবে হত’ জিজ্ঞেস করলেই জিনিসপত্রের দাম অর্ধেক হয়ে যায়।