যে বৈশিষ্ট্যগুলোর কারণে আপনি একজন অতিথি পাখি

৬০৫ পঠিত ... ১৭:০১, জানুয়ারি ১৫, ২০২৩

যে বৈশিষ্ট্যগুলোর কারণে আপনি একজন অতিথি পাখি

আপনার কি নিজেকে একজন অতিথি পাখি মনে হয়? নাকি আপনি জানেনই না একজন অতিথি পাখির কী কী বৈশিষ্ট্য! আসুন তাহলে জেনে নেয়া যাক নিজের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকলে আপনি হয়ে উঠতে পারবেন একজন অতিথি পাখি।

 

১#

আপনি একদমই শীত সহ্য করতে পারেন না। বেশি শীত পড়লে আপনি সেই এলাকা থেকে বাঁই-বাঁই করে দৌড় লাগান।

 

২#

ঘোরাঘুরি করা আপনার খুব পছন্দের কাজ। আপনি বছরের অন্তত যে কোনো একটা সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।

 

৩#

আপনি দেখতে অনেক বেশি সুন্দর। আপনাকে দেখলেই মানুষজন প্রশংসা করতে বাধ্য হয়।

 

৪#

আপনি কোনো আড্ডায় বা কোথাও থাকলে সেখানে আপনি ছাড়া আশেপাশের কেউ পাত্তা পায় না। সব অ্যাটেনশন আপনি একাই নিয়ে বসে থাকেন।

 

৫#

আপনি খুবই ফটোজেনিক। আপনাকে পেলে ফটোগ্রাফার সব ভুলে যায়।

 

৬#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাইক্কা বিল এগুলো আপনার খুবই পছন্দের জায়গা। বছরের যে কোনো একটা সময় এসব জায়গায় আপনি যাবেনই যাবেন।

 

৭#

আপনাকে বছরের নির্দিষ্ট একটা সময় ছাড়া বাকি সময় হাজার খুঁজলেও পাওয়া যায় না। আপনি একদম নাই হয়ে থাকেন।

 

৮#

আপনি সবসময় দলবল নিয়ে থাকতে পছন্দ করেন। আপনি কখনও একা একা ঘোরাঘুরি করেন না। একা একা ঘুরতে গেলে আপনি রাস্তাও ভুলে যান।

৬০৫ পঠিত ... ১৭:০১, জানুয়ারি ১৫, ২০২৩

Top