বেকার পড়ে থাকা নরম উলের সোয়েটারগুলো যেভাবে কাজে লাগাবেন

১৭১ পঠিত ... ১৭:১০, জানুয়ারি ১১, ২০২৩

বেকার-পড়ে-থাকা

তিনদিনের শীত দেখে নামিয়ে ফেলা আপনার মোটা শীতের কাপড়টা এখন পড়ে আছে? কী করবেন এই শীতের কাপড়? আবার উঠিয়ে রাখাও সম্ভব না! আবার কবে শীত পড়ে যায়! কোনো চিন্তা নেই। eআরকি আছে আপনাদের পাশে, আজকে চলুন আপনাদের এই বেকার সোয়েটার কাজে লাগানো যাক।

 

১#

প্রথমেই যেটা করতে পারেন, গায়ে না চাপালেও মাথার নিচে বালিশ হিসেবে অবশ্যই দিতে পারেন। নরম বালিশ খুঁজে পেলেও মন-মতো পাওয়া যায় না। তাই এখানে উলের সোয়েটারের কোনো বিকল্প হয়ও না।

 

২#

আপনার যদি পোষা কুকুর, বিড়াল বা যেকোনো প্রাণী থেকে থাকে, তবে এই উষ্ণতা তাকে দিয়ে দিন। সুন্দর করে একটা উলের বিছানা বানিয়ে দেবেন, দেখবেন আরাম করে সারাদিন ঘুমাচ্ছে।

 

৩#

আপনার অফিসের চেয়ারটা যদি হয় শক্ত, তাহলে এই বুদ্ধি আপনার কাজে লাগবেই লাগবে। সোয়েটারটা ব্যাগে করে অফিসে নিয়ে যান তারপর চেয়ারের উপর মেলে দিয়ে আপনি বসে পড়ুন। এত আরামের চেয়ার দোকানে কিনতে পাওয়া ভাগ্যের ব্যাপার আসলে।

 

৪#

আপনারা যারা সিঙ্গেল আছেন তারা একটু উষ্ণতার আশায় বউ না খুঁজে এই সোয়েটার জড়িয়ে ধরেই পেতে পারেন দ্বিগুণ উষ্ণতা। দেরি না করে আজ থেকেই সোয়েটার নিয়ে ঘুমানো শুরু করুন।

 

৫#

আপনি চাইলে এই সোয়েটারকেই কেটেকুটে শীতে ব্যবহার করার জন্য বাসার বিভিন্ন জিনিস বানাতে পারেন। যেমন স্লিপার, হাত মোজা, মাথার টুপি এমন নানান ছোট ছোট জিনিস চাইলেই বানানো যায়।

 

৬#

আপনি যদি খুব দয়ালু হয়ে থাকেন তাহলে আপনার রেগুলার কম্বল কাউকে দান করে দিয়ে এই সোয়েটারকেই কম্বল হিসেবে ব্যবহার করে ফেলুন। আপনার সোয়েটার পরাও হলো আবার দান করাও হলো।

 

৭#

আপনি আবার শীত নামানোর জন্য এই সোয়েটারই পরে বসে থাকুন। এখনকার এই কাঠফাঁটা রোদে আপনি যদি এমন একটা সোয়েটার পরে বসে থাকেন তাহলে শীত নামতে বাধ্য।

 

৮#

আপনার কোনো কাজ না থাকলে আপনি বসে বসে এই উলের সোয়েটার খুলে নতুন করে আবার আরেকটা সোয়েটার বুনতে শুরু করেন। এতে সময়ও যাবে, আপনার একটা নতুন জিনিস শিখাও হবে।

১৭১ পঠিত ... ১৭:১০, জানুয়ারি ১১, ২০২৩

Top