টিকিট ছাড়া লিট ফেস্টে ঘুরে আসবেন যেভাবে

৩৬৪ পঠিত ... ১৬:৫৬, জানুয়ারি ০৭, ২০২৩

টিকিট-ছাড়া-লিট-ফেস্টে-ঘুরে-আসবেন-যেভাবে

চলছে লিট ফেস্ট, আর বাকি দুইদিন। এখনও যারা টিকেটের ঝামেলায় যেতে পারেননি লিট ফেস্টে তাদের জন্যই আমরা নিয়ে এসেছি কিছু নিঞ্জা টেকনিক। এই নিঞ্জা টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনিও খুব সহজেই ঘুরে আসতে পারবেন লিট ফেস্ট থেকে, একদম বিনা টিকেটে। আসুন দেখে নেই কী কী।

১# লিট ফেস্টে বুথ দিয়েছে এমন একটা বন্ধুকে চা, সিগারেট খাওয়ায়ে পটিয়ে ফেলুন। বন্ধুর পাস দিয়ে আপনি খুব সহজেই ভেতরে ঢুকে যেতে পারবেন।

২# নিজেকে একটু বিখ্যাত করে তুলুন। পাঞ্জাবি পরুন, হাতে কিছু বই রাখুন, কাঁধে একটা উত্তরীয় পরুন। এরপর এমন ভাব নিয়ে হাঁটুন যে সবাই ভাবে, আপনি ফেস্টের স্পিকার। 

৩# লিট ফেস্টের বাইরে দিয়ে পুরা জায়গাটা একটা চক্কর দিয়ে আসুন। শরীর বাইরে থাকলেও মন আপনার ভেতরেই অবস্থান করবে।

৪# লিট ফেস্টের পাশেই যে ফ্লাইঅভারটা আছে সেটায় উঠে পরুন। ক্লোজ ভিউয়ের জন্য সাথে একটা দূরবীনও নিয়ে যেতে পারেন।

৫# সবথেকে ভালো হবে ঘরে বসেই লিট ফেস্ট দেখতে পারলে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ঘরের দরজা-জানালা বন্ধ করে মেডিটেশনে চলে যাবেন। আপনার শরীর ঘরে থাকলেও আত্মা দিয়ে ঘুরে বেড়াবেন সমগ্র লিট ফেস্ট।

৬# মোবাইলে গুগল ম্যাপ বের করে হোম ভিউতে আপনি পুরো লিট ফেস্টটাই ঘুরে ফেলতে পারছেন। এই শীতে কম্বলের নিচে থেকে লিট ফেস্টে জয়েন করার এটাই একমাত্র উপায়।

৭# আপনার যে বন্ধুটি জীবনে প্রথমবার লিট ফেস্টে গেলো তার আইডি পিন করে রাখতে ভুলবেন না যেন। কেননা সে এক মিনিট পর পরই লিট ফেস্টের আপডেট শেয়ার করবে, আপনি স-শরীরে সেখানে উপস্থিত হলেও এই তথ্যগুলো জানতে পারতেনই না।

৮# ঢাকায় দিনের বেলাতেই সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না তাই রাতেরবেলা কুয়াশার জন্য এক হাত দূরের জিনিস না দেখতে পারাটাই স্বাভাবিক। তাই দিনেরবেলা যাওয়ার চিন্তা বাদ দিয়ে রাতে কুয়াশার চাদরে মিশে চলে যান।

৩৬৪ পঠিত ... ১৬:৫৬, জানুয়ারি ০৭, ২০২৩

Top