আপনি যে সম্প্রতি বিদেশ ঘুরে এসেছেন তা মানুষকে যেভাবে বুঝাবেন

৬২৮ পঠিত ... ১৬:৪৯, ডিসেম্বর ২৪, ২০২২

আপনি যে সম্প্রতি বিদেশ ঘুরে এসেছেন তা মানুষকে যেভাবে বুঝাবেন

বিদেশ ঘুরে আসার পর আশেপাশের মানুষজনকে না জানালে যেন শান্তিই পাওয়া যায় না। বিদেশ ঘুরে এসেছি এই আনন্দের থেকে সবাই জানে আমি বিদেশ গিয়েছিলাম এই আনন্দই বেশি শান্তি দেয়। তাই আপনাদের মনের অবস্থা বিবেচনা করে eআরকি নিয়েছে অভিনব পদ্ধতি। আসুন জেনে নেই কী কী।

 

১#

শুরুতেই দেশের বিমান ব্যবস্থা নিয়ে আলাপ দিতে পারেন। বলুন, ‘এয়ারপোর্টের অবস্থা এত খারাপ। কিছুদিন আগে প্যারিস ঘুরতে গেলাম, কী যে হ্যাপা পোহাতে হলো।‘

 

২#

বন্ধুদের আড্ডায় কেউ চায়ের অফার করলেই সাথে সাথে বলে দেবেন, ‘বুঝলি, স্টারবাক্সের কফিটা খুব মিস করছি। দেশে আসার পর আর চা, কফি কিছু খেতেই পারছি না। সেই যে টেস্ট মুখে লেগে আছে।‘

 

৩#

যে কোনো জায়গায় গল্প জুড়ে দেয়ার মোক্ষম পদ্ধতি হচ্ছে, ‘আরে, আমাদের দেশে তো সবাই ডাকাত! কক্সবাজারে বিচের পাশে চেয়ারের দাম নাকি ৩০ টাকা, অথচ এই যে ৫ দিন আগে বালিতে থেকে আসলাম, টাকা না দিলে কিছুই বলে না আর দিতে চাইলে বাংলাদেশী টাকায় ২ ০টাকার বেশি এক টাকাও নিবে না।

 

৪#

কেউ ঘুরাঘুরির আলাপ না তুললে নিজেই একটা ঘুরাঘুরির আলাপ তুলুন। বান্দরবান বা সিলেটে যাওয়ার একটা প্ল্যান করে শেষে বলুন, আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিলো কিন্তু সপ্তাহখানেক আগে মালয়েশিয়া ঘুরে এসে টাকা শেষ হয়ে গেছে।

 

৫#

কোথাও মোবাইলের টাওয়ার দেখলে বলুন, ‘দেখে নে আইফেল টাওয়ার। আমি কিছুদিন আগে দেখে আসছিলাম, তেমন কিছু না। মোবাইলের টাওয়ারের মতই।‘

 

৬#

সন্ধ্যার পর যেকোনো দোকানে আড্ডায় বসা মাত্র গল্প জুড়ে দেবেন, ‘এদেশে একটু ঠাণ্ডা পড়লেই মানুষ ঘরবন্দি হয়ে যায়। অথচ আগের সপ্তাহেই লন্ডনে স্নো ফল হলো, সবাই মিলে কত ইঞ্জয় করলাম দিন-রাত।‘

 

৭#

খুব আফসোস করে আশেপাশের সবাইকে বলবেন, ‘আমাদের দেশে তো নাইট টাইম বলে কিছুই নাই। অথচ নিউ ইয়র্কে যে থেকে আসলাম, রাত ১টা বাজলে মনে হয় সবেমাত্র আনন্দের শুরু হলো। রাত জেগে কত ঘোরাঘুরি কত কী!’

 

৮#

কোনো আত্মীয়ের সাথে দেখা হলেই তাকে বলবেন, বাসায় আসতে বিদেশ থেকে তার জন্য গিফট এনেছেন। আসার পর ডাভ সাবান দেয়াই আপনার একমাত্র কাজ! কারণ ডাভ সাবান বিদেশফেরত ছাড়া কেউই দেয় না।

৬২৮ পঠিত ... ১৬:৪৯, ডিসেম্বর ২৪, ২০২২

Top