থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যার পর বাসার বাইরে থাকার জন্য যে অজুহাতগুলো দিতে পারবেন

৫২৪ পঠিত ... ১৬:৫৭, ডিসেম্বর ২২, ২০২২

31-night

আর কয়েকদিন পরেই থার্টি ফার্স্ট নাইট। সবার ভেতর সেলিব্রেশনের আনন্দ থাকলেও একদল ভেবেই পাচ্ছে না সন্ধ্যার পর বাসার বাইরে কীভাবে থাকবে! তাদের কথা চিন্তা করেই eআরকি নিয়ে এলো অজুহাতের ভাণ্ডার। আসুন দেখে নেই কী কী!

 

১#

কলেজ/ ভার্সিটির এক্সট্রা প্রোজেক্টের কথা বলে দিতে পারেন। বলে দিন, ভার্সিটি থেকে রাতের শহর নিয়ে একটা আর্টিক্যাল চেয়েছে। জানুয়ারির ১ তারিখের জমা দিতে হবে। 

 

২#

বাসায় তো আর বলতে পারবেন না নানি অসুস্থ, দাদি অসুস্থ। তাই বাসায় বলুন, বসের নানি অসুস্থ। নিজের নানি অসুস্থ বললে অফিস যদি ছুটি দিতে পারে, বসের নানি অসুস্থ বললে বাসা থেকেও ছুটি দেয়া উচিত।

 

৩#

বলে দিন, ‘কোচিং-এর স্যার থার্টি ফার্স্ট নাইটের অপকারিতা নিয়ে এক্সট্রা ক্লাস রেখেছেন, থার্টি ফার্স্ট নাইটেই। ব্যস হয়ে গেল।

 

৪#

নিজের চাচা, ফুফাকে না মারতে পারলে কী হলো? খুব কাছের বন্ধুর চাচা, ফুফা মারতেই পারেন। বন্ধুর পাশে সান্ত্বনা হয়ে থাকতে হবে। বাসায় জানান।

 

৫#

বলে দিন, ‘অফিসের বস চান আমরা যেন ভালো কাজ দিয়ে বছর শেষ করি। তাই সবাই চিন্তা করেছি উনার মন রক্ষার্থে আমরা থার্টি ফার্স্ট নাইটেও অফিস করব।‘

 

৬#

আজ থেকেই আমাদের স্কুলে নাইট শিফট চালু করা হয়েছে। তাই টিচাররা বলেছেন, প্রথমদিন ১০০ ভাগ উপস্থিতি নিশ্চিত থাকতে হবে।

 

৭#

এক বন্ধুর বাসায় করলা ভাজির দাওয়াত আছে বলতে পারেন। আপনি করলা ভাজি খাবেন এই খুশিতেই বাবা-মা আপনাকে সারারাত বাইরে থাকার পারমিশন দিয়ে দিবে।

৫২৪ পঠিত ... ১৬:৫৭, ডিসেম্বর ২২, ২০২২

Top