ব্রাজিল সমর্থকদের মুখের কথা ভার্সেস মনের কথা

৪৯০ পঠিত ... ১৬:০৮, ডিসেম্বর ১৮, ২০২২

Moner-kotha-vs-mukher-kotha

আজ বিশ্বকাপ ফাইনাল। কাপ ছোঁয়া থেকে মাত্র এক ম্যাচ দূরত্বে মেসি। মেসিকে শুভকামনা জানাচ্ছেন অনেক ব্রাজিল সমর্থকও। ব্রাজিল সমর্থন করলেও তারা চান কাপটা মেসির হাতেই উঠুক। কিন্তু আসলেই কি তারা এমনটা চান? নাকি এটা তাদের মুখের কথা হলেও মনে লুকিয়ে আছে অন্য কিছু!

 

মুখের কথা: একজন ব্রাজিল সমর্থক হয়েও আমি চাই ফাইনালটা আর্জেন্টিনাই জিতুক। কাপটা মেসির হাতে উঠুক। !

মনের কথা: হেহেহেহেহে, ৪০ বছরের অপেক্ষা ইজ লোডিং।

 

মুখের কথা: ব্রাজিল হেরে গেছে তাতে দুঃখ আছে। কিন্তু যদি লাতিন ফুটবলের দিকটা দেখেন, ফাইনালে আর্জেন্টিনা কিন্তু লাতিন শৈল্পিক ফুটবলেরই প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনাই জিতুক, কাপটা লাতিন আমেরিকায় থাকুক।

মনের কথা: এই ডিফেন্স দিয়ে জিতবে কাপ! শুনলে শেয়ালও হেসে দেবে। এমবাপ্পে তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। 

 

মুখের কথা: ফুটবলকে মেসি অনেক কিছু দিয়েছে। এক যুগের বেশি সময় ফুটবলকে, ফুটবলপ্রেমীদেরকে মেসি যা উপহার দিয়েছে, একটা বিশ্বকাপ ওর হাতে না উঠলে সেটা সত্যিই অনেক দুঃখজনক হবে। কাপটা মেসিই জিতুক, ট্রফিটা মেসির স্পর্শ পাক। 

মনের কথা: হেহ! মেসি নাকি সর্বকালের সেরা! তাইলে আমাদের রোনালদো, রোনালদিনহো, নেইমার, ওরা কিছু না! শুধু গ্রেট হলেই কাপ জেতা যায় না। এটা ফুটবল। এখানে জিতলে হলে একটা টিম লাগে। এমবাপ্পের হাতেই কাপ দেখছি।   

 

মুখের কথা: আর্জেন্টিনা এবার সত্যিই অসাধারণ খেলেছে। মেসি একা যেভাবে দলকে ফাইনাল অবধি নিয়ে আসলো। মেসির জন্য হলেও কাপটা অন্তত আর্জেন্টিনার পাওয়া উচিত।

মনের কথা: এত খুশী হইয়েন না! ২০১৪ সালের কথা মনে আছে! এবারও তেমনই হবে। ২০১৮ সালে ফ্রান্সের সাথে হারলে সেই ম্যাচটা নিশ্চয়ই ভুলে যাননি। এবারও তেমন কিছু অপেক্ষা করছে! মারোওওওওও গ্রিজম্যান মারোওওওও।   

 

মুখের কথা: তোমাদের মার্টিনেজ তো গোলকিপার না। ও একটা দূর্গ। ও গোলপোস্টে থাকলে আর কোনো টেনশন নাই। চিন্তা করো না, আজকে তোমরাই জিতবা। আমরাও চাই কাপটাতে মেসিই চুমু খাক।

মনের কথা: কেমন গোলকিপার দেখা যাবে ফাইনালে। এমবাপ্পের শট চোখেও দেখবে না। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ক্যামনে ক্যামনে জানি পেনাল্টি ঠেকাইয়া দিছে! আজ উড়ে যাবে! মুহাহাহাহাহাহাহা। খেলা হবে।

৪৯০ পঠিত ... ১৬:০৮, ডিসেম্বর ১৮, ২০২২

Top