৩৬ বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে টু স্টার। এ নিয়ে ১১জন প্লেয়ারসহ দুঃখ জমে আছে আর্জেন্টিনা সমর্থকদের মনেও। দুঃখের দিন শেষ করে eআরকি নিয়ে এলো, থ্রি স্টার করার অভিনব প্রক্রিয়া। আসুন দেখে নেই কী!
১#
আপনার কোনো ব্রাজিল বন্ধুকে নিজেদের দুঃখের কথা শেয়ার করুন। বন্ধুর জন্য বন্ধু জান দিতেও প্রস্তুত থাকে। আপনাদের এমন দুঃখের কথা জানলে ফাইভ স্টার থেকে একটা স্টার কম্প্রোমাইজ করা কোনো ব্যাপারই না।
২#
আগামীকাল ফ্রান্সের সাথে খেলা শুরুর আগে তাদের কনভিন্স করুন। তোমরা তো ৪ বছর আগেই একটা স্টার নিয়ে গেলে। এবারেও পাবে আমরা জানি! কিন্তু, আমাদের উপর দয়া করে এবার কাপটা তোমরা নিয়ে যাও স্টারটা আমাদের দিয়ে দাও। আমরা ৩৬ বছরে ধরে ২টা স্টার নিয়ে আছি।
৩#
আকাশে এত আকাশ ভরা তারা দিয়ে কী হবে? যদি একটা তারা এনে জার্সিতে না লাগাতে পারলাম? আকাশ থেকে একটা তারা এনে জার্সিতে লাগিয়ে ফেলুন। স্টার থাকাটাই আসল কথা! কোথা থেকে আসলো সেটা না।
৪#
যে দলগুলোর এখনই ৪-৫টা স্টার আছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের একটা স্টার নিলামে উঠান। খেলে না পারলে কী হবে টাকা দিয়ে স্টার নিয়ে আসবেন।
৫#
মেসি একাইতো ১০০টা স্টারের সমান। দুইটা স্টারের পরে একটা মেসির ছবি বসিয়ে দেন। আপনাদের এক ধাক্কায় ১০২টা স্টার হয়ে যাবে।
৬#
দেখেন মনের স্টারই বড় স্টার! মন দিয়ে তাকান আপনি ঠিকই থ্রি স্টার দেখতে পারবেন। কেউ বললে, তাকেও মন দিয়ে তাকাতে বলুন।
৭#
ফাইভ মিনিট ক্রাফটস দেখে বিভিন্নভাবে স্টার বানানো শিখে নিতে পারেন। স্ব-উদ্যোগই আসল।
৮#
হ্যা আপনি যেটা ভাবছেন সেটাই, কোনোকিছুতে কাজ না হলে শাবানার সেলাই মেশিনের আশ্রয় নিতে পারেন।