ফাইনাল ঘনিয়ে আসছে। অনেক ব্রাজিল ফ্যানই চাচ্ছেন, কাপটা মেসির হাতে উঠুক। কিন্তু এক গোপনসূত্রে জানা গেছে, ভেতরে ভেতরে আর্জেন্টিনা হারার জন্য দোয়াও করছেন তারা। তাদের দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে মেসির হাতে কাপ ওঠার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে এইসব ফ্যানদের! এমন প্যারাডক্সিক্যাল স্বপ্ন যাতে অধরা থেকে না যায় সেজন্য কিছু টিপস নিয়ে হাজির হয়েছে eআরকির ‘আর্জেন্টিনা হারুক, কাপ মেসির হাতে উঠুক’গবেষক দল।
১# ফ্রান্স জিতে গেলে মেসিকে ফ্রান্সের নাগরিকত্ব দিয়ে কাপটা তার হাতে তুলে দেয়া যায়। আর্জেন্টিনাও হারলো মেসিও কাপ জিতলো।
২# ফাইনালে আর্জেন্টিনা যদি হেরে যায়, তাহলে মেসি ভক্তরা দারাজ থেকে একটা বিশ্বকাপ কিনে মেসিকে পার্সেল করে পাঠিয়ে দিতে পারে।
৩# বিশ্বব্যাপী থাকা আর্জেন্টিনা ফ্যানরা তুমুল আন্দোলনের মাধ্যমে কোপাকে ফিফার দ্বারা বিশ্বকাপ হিসেবে ঘোষনা করিয়ে নিতে পারে, তাহলে টেকনিক্যালি মেসি তো ইতিমধ্যেই বিশ্বকাপ পেয়ে গিয়েছে।
৪# মেসি ভক্তদের মতে মেসি নিজেই একটা কাপ, সুতরাং তার আবার নতুন করে নিজেকে পাবার কি দরকার?
৫# ফটোশপের মাধ্যমে মেসির হাতে একটা কাপ ধরিয়ে দেয়া যায়। আর্জেন্টিনা হারলেও ফটোশপের মাধ্যমে সিক্সপ্যাক বানানো জায়েদ খান এতে সাহায্য করতে পারবে।
৬# পাশের দেশ ব্রাজিলের ৫টি কাপ আছে। সে দেশের নেইমার আবার মেসির খুব ভালো বন্ধু। আর্জেন্টিনা হেরে গেলে নেইমারকে ধরে ব্রাজিল থেকে একটা কাপ এনে মেসিকে দেয়া যায়। বন্ধুর জন্য এতটুকু করতে না পারলে বন্ধু কীসের আবার!