শীতে গোসল না করতে যে অকাট্য যুক্তিগুলো দিতে পারেন

৮২৩ পঠিত ... ১৬:৪৫, ডিসেম্বর ০৭, ২০২২

শীতে-গোসল-না-করতে-যে-অকাট্য-যুক্তিগুলো-দিতে-পারেন

চলে এসেছে শীতকাল। ঠাণ্ডায় জমে যাওয়ার মত অবস্থাও শুরু হচ্ছে। এই সময় গোসল করা বিরাট হুমকির বিষয়। এমন হুমকির মুখে পড়তে চান না অনেকেই, তবে সঠিক যুক্তির অভাবে হচ্ছেন লজ্জিত। আপনাদের লজ্জার দিন শেষ। চলে এসেছে গোসল না করার কারণের পেছনে যুক্তি। আসুন দেখে নেই।

 

১#

২৩ সালেই দেশে দুর্ভিক্ষ আসছে। দেশের এমন বিপদের সময় আমি গোসল করে পানি অপচয় করতে চাই না। এই পানি আমাদের অনেক প্রয়োজনে আসে, তাই আমি শীতের দিন গোসল করা বন্ধ রেখেছি।

 

২#

আসলে আমি শীতের সব গোসল গরমে একেবারে করে নিয়েছি। গরমের দিন আমি দুইবার করে গোসল করতাম ওগুলা এখন শীতের দিনের গোসলের সাথে কাটাকাটি হবে।

 

৩#

শীতের দিনে কি ঠাণ্ডা পানি দিয়ে গোসল করা যায় বলেন? প্রতিদিন এই, সময়, গ্যাস, এসব খরচ করে, পানি গরম করে, গোসল করা তো বিরাট আর্থিক ক্ষতি। আবার পানিও বেশি লাগে। বেঁচে থাকতে হলে সবদিক ভাবা লাগে ভাই।

 

৪#

দেখেন এম্নিতেই গরমের দিন অনেক গোসল করি। সাবান, শ্যাম্পু তুলনামূলক ভালোই লাগে। এত সাবান, শ্যাম্পু ব্যবহার করা তো স্কিনের জন্য ক্ষতিকর। স্কিন ভালো রাখতে গোসল করতেছি না।

 

৫#

আমার অনেকগুলো দামি দামি পারফিউম কিনে রাখা আছে। এগুলাতো ব্যবহার করতে হবে তাই না? গোসলও করলাম আবার পারফিউমও দিলাম; তাহলে তো গোসলের অপমান হবে।

 

৬#

আমার অনেকদিনের ইচ্ছা আমি গিনেজ বুকে রেকর্ড করব। কোনোভাবেই মানুষের মনোযোগ পাচ্ছিলাম না। কিন্তু এখন দেখলাম শীতে গোসল না করলে একটা চান্স আছে। তাই আমি এই চান্স মিস দিতে চাই না ভাই।

 

৭#

দেখেন, আমি যে সবার মতো এত সাধারণ মানুষ না; আমাকে তো এটা প্রমাণ করতে হবে নাকি? শীতে তো সবাই-ই গোসল করে। তাইলে আমি গোসল করলে সবার মতোই তো হয়ে গেলাম! নিজেকে আলাদা প্রমান করছি ডিউড!

 

৮#

দেখেন শীত একটা ঠাণ্ডা আবহাওয়া। বাতাসে ঠাণ্ডা গন্ধ থাকে এরমধ্যে আমি কীভাবে আবহাওয়াকে অপমান করে গায়ে গরম পানি ঢেলে গোসল করি বলেন? আমাকে দিয়ে এটা হবে না।

৮২৩ পঠিত ... ১৬:৪৫, ডিসেম্বর ০৭, ২০২২

Top