শীতকালে গোসল করলে সবাইকে যেভাবে জানাবেন

৫৯৩ পঠিত ... ১৭:১৭, ডিসেম্বর ০৬, ২০২২

Gosol

চলে এসেছে শীতকাল। এখন জীবনের একমাত্র চ্যালেঞ্জ হলো, গোসল করা। এই চ্যালেঞ্জে জয়ী হলেও অনেকেই মেনে নিতে চান না এই জয়। তারা মনে করেন গোসল না করেই ভাব নিচ্ছেন আপনি। এমন সমস্যা থেকে মুক্তি দিতে eআরকি নিয়ে এলো অভিনব কিছু উপায়। আসুন দেখে নেয়া যাক।

 

১#

গোসল শেষে চুল না মুছেই বের হয়ে চলে আসবেন। আপনার এই ভেজা চুল ঝেড়ে ঝেড়ে সবাইকে বুঝিয়ে দেবেন মাত্রই গোসল করে বের হয়েছেন।

 

২#

সকালে গোসল করে সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবেন। ‘সকাল সকাল গোসল করার যে কী মজা! ফ্রান্স, আপনারাও করুন।’

 

৩#

বন্ধুদের সামনে গেলেই নাক উঁচু করে বলতে ভুলবেন না, ‘গোসল করিস না দেখেই গায়ে এত গন্ধ। আমাকে দেখে শিখতে পারিস না? প্রতিদিন গোসল করবি।‘

 

৪#

গোসল শেষে একটা ‘সান কিসড’ফটো তুলবেন অবশ্যই। সেই ফটোর সাথে ইনস্টাগ্রাম ক্যাপশন হবে, ‘গোসল করে রোদ পোহাতে কী ভালো লাগে! আমেজিং!’

 

৫#

রাস্তায় বের হওয়ার পর গায়ে হালকা ধূলাবালি লাগলেই সাথে সাথে বলবেন, ‘শিট! আমাকে এখন আবার গোসল করতে হবে।‘

 

৬#

গোসল করার উপকারিতা নিয়ে প্রতিদিন সবাইকে বড় বড় আর্টিকেল লিখে এবং পড়ে শুনাবেন। তাহলে সবাই বুঝবে, যে গোসল নিয়ে এত সতর্ক সে গোসল না করলে কে করবে!

 

৭#

ফেসবুকে লাইফ ইভেন্ট যোগ করতে পারেন। যেমন, ইন এ ওপেন রিলেশনশিপ উইথ ‘প্রতিদিন গোসল করি।‘

 

৮#

কোনোকিছুতেই যদি কাজ না হয় তাহলে বিয়ে করে ফেলুন। বিয়ে করে আপনার আর বলতে হবে না গোসল করেছেন। মানুষ এম্নিই বুঝে যাবে।

৫৯৩ পঠিত ... ১৭:১৭, ডিসেম্বর ০৬, ২০২২

Top